WBCS Previous Year Question Papers|WBCS Practice Set in Bengali FreePDF Download|বিগত কয়েক বছরের WBCS পরীক্ষার উত্তরসহ PDF Download-2021
রাজ্য তথা দেশের যে সকল বন্ধুরা WBCS Previous Year Question Papers বা বিগত কয়েক বছরের WBCS পরীক্ষার উত্তরসহ PDF Download এর খোঁজ করছিলেন,তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপুর্ণ বলে মনে করছি। এই পোস্টে আপনারা দেখতে পাবেন WBCS Previous Year Question Papers এর মধ্য থেকে ১০০ টি প্রশ্ন এবং সাথে উত্তর। শুধু তাই না এই পোস্টের শেষের দিকে WBCS Previous Year Question Papers নামক File টি Download করতে পারবেন।
প্রিয় ,বন্ধুরা দেশ এবং রাজ্যের গুরুত্বপূর্ণ সমস্ত পরীক্ষা যেমন UPSC, WBCS, SSC, PSC, RAIL, Primary & Upper Primary TET etc এর সঠিক ও WBCS Practice Set in Bengali Free PDF Download এর মতো Quality Notes, Suggestion সম্পূর্ণভাবে Free তে পেতে আমাদের যত স্যোস্যাল মাধ্যম আছে প্রত্যেক জায়গায় যুক্ত হয়ে যান।
>>আরও PDF পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে Join করুন<<
বন্ধুদের প্রতি আবেদন :- প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা পুরো পোস্টটি পড়েবেন। যদি এই পোস্টটি হেল্পফুল বলে মনে হয়,তাহলে আপনাদের কাছে একান্ত অনুরোধ পোস্টটির লিংক নিজেদের টাইমলাইন,গ্রুপ,Whatsapp ইত্যাদিতে Share করুন।আর নীচের কমেন্ট বক্সে জানান কেমন লাগলো। অসংখ্য ধন্যবাদ।
আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক :- Porasonar Jagat
আরও পড়ুনঃ- Autobiography of Famous Persons(বিখ্যাত মানুষদের আত্মজীবনীর নাম সমূহ)
WBCS Previous Year Question Papers
১) কোন তল তাপের উত্তম শোষক ?
উত্তরঃ কালো অমসৃণ তল।
২) নিচের কোনটি স্থলভাগের প্রাপ্ত শৈবাল ?
উত্তরঃ টেরেন্টিপোহলিয়া।
৩) আবহমন্ডলের অবস্থিত কোন দূষিত পদার্থের জন্য সালোকসংশ্লেষের হিল বিক্রিয়া বন্ধ হয়ে যায় ?
উত্তরঃ পার অ্যাসিটাইন নাইট্রেট।
৪) নিউক্লিয় চুল্লিতে সংগঠিত সংশ্লিষ্ট নিউক্লিয় বিক্রিয়া হলো ?
উত্তরঃ ফিউজন।
৫)সর্বাপেক্ষা কম সালোকসংশ্লেষ হয় ?
উত্তরঃ সবুজ পাতা।
৬) মহাকর্ষীয় ধ্রুবক এর একক কি
উত্তরঃ cm3 sec-2gm-1।
৭) স্কেলার রাশির উদাহরণ হল
উত্তরঃ শক্তি।
৮) পিতল কোন ধাতু দ্বয়ের শংকর ?
উত্তরঃ তামা ও টিন ।
৯) যে উদ্ভিদের কান্ডের অন্তর্গঠন দেখা দেয় তার কি হয় ?
উত্তরঃ c4 আবর্ত হয়।
১০) স্নায়ু কোষ সৃষ্টি হয় এমব্রায়োনিক কোন স্তর থেকে ?
উত্তরঃ এক্টোডাম।
১১) খালি চোখে দেখা যায় এরকম কোষের সাইজ কত ?
উত্তরঃ 100 মাইক্রোন।
১২) পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন উৎসেচক টির নাম কি ?
উত্তরঃ পেপসিন।
১৩) ‘ভালকানিজেশন’ কাকে বলে
উত্তরঃ 3 -5 % পরিমাণ গন্ধকের সঙ্গে রাবার উত্তপ্ত করার প্রক্রিয়াকে ‘ভালকানিজেশন’ বলে।
১৪) একটি উত্তল লেন্সে বস্তু ও প্রতিবিম্বের মধ্যে সবচেয়ে কম দূরত্ব কত হয় ?
উত্তরঃ 2f এর সমান।
১৫) কোন বস্তু থেকে তাপ বিকিরণের হার সর্বোচ্চ হয় যদি তার তলটি হয়-
উত্তরঃ সাদা।
১৬) আয়নায় প্রলেপ দিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয় ?
উত্তরঃ সেলুলোজ।
১৭) পাতায় ঢোকানো পত্ররন্ধের উপস্থিতি যে চারিত্রিক বৈশিষ্ট্য দেখায় সেটা হল-
উত্তরঃ হ্যালোফাইট-এর।
১৮) মাটির তলায় জলের গভীরতা কত হলে টিউবওয়েল কাজ করবেনা ?
উত্তরঃ ২০ ফুট।
১৯) হ্যাভারসিয়ান তন্ত্র কার অংশ ?
উত্তরঃ অস্থি।
২০) তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে কে ?
উত্তরঃ রেকটিফায়ার।
WBCS Previous Year Question Papers
২১) DNA এর পর্যাক্রম প্রক্রিয়া আবিষ্কার করেন কে ?
উত্তরঃ ই এম সাউন্ড
২২) একটি নিউক্লিয় জ্বালানি হল-
উত্তরঃ প্লুটোনিয়াম 239.
২৩) উৎসেচক কিভাবে জীব রাসায়নিক বিক্রিয়া কে ত্বরান্বিত করে ?
উত্তরঃ বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জি বৃদ্ধি করে।
২৪) উচ্চ স্তন্যপায়ীর জরায়ু ও যোনীনালী সংযোগস্থলের অংশকে কি বলে ?
উত্তরঃ ডিম্বনালী।
২৫) পলিটিন ক্রোমোজোম কোন কোষে পাওয়া যায় ?
উত্তরঃ পতঙ্গের স্নায়ুকোষে।
২৬) একটি ব্রায়োফাইট / মসের দেহজ অংশটি যে গঠনকে উপস্থাপিত করে তা হল -
উত্তরঃ রেনুধর উদ্ভিদ।
২৬) হিমোফিলিয়ার জন্য দায়ী জিন টির নাম হল -
উত্তরঃ X লিঙ্কড প্রচ্ছন্ন।
২৭) সালোকসংশ্লেষে আলোক দশা সম্পন্ন হয় ?
উত্তরঃ সাইটোসল-এ।
২৮) হৃদপেশী ক্লান্ত না হওয়ার কারন -
উত্তরঃ কোষ সমূহ ইন্টারক্যালেটেড চাকতি দ্বারা যুক্ত থাকে।
২৯) AIDS/HIV ভাইরাসটি কোন প্রকারের ?
উত্তরঃ এটি RNA ভাইরাস।
৩০) শ্বসনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা সাইটোসল পালন করে তা হল -
উত্তরঃ ক্রেবসচক্র।
৩১) কোন প্রাণীতে রুমিনান্ট পাকস্থলী দেখা যায় ?
উত্তরঃ গরু-র।
৩২) চিংড়ির রেচন অঙ্গের নাম কী ?
উত্তরঃ সবুজ গ্রন্থি।
৩৩) ম্যালেরিয়া পরজীবির জীবাণু রোগীর রক্তের যথাযথ পাওয়া যায়-
উত্তরঃ কম্পন সহযোগিতা বৃদ্ধির সময়
৩৪) সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায় ?
উত্তরঃ ছাল থেকে।
৩৫) নারকেলের কোন অংশটি আমরা খাই ?
উত্তরঃ শস্য ।
৩৬) বায়ুমণ্ডলের যে যৌগটি বেশি মাত্রায় থাকলে গ্রীন হাউস এফেক্ট হয় সেটি হল-
উত্তরঃ কার্বন-ডাই-অক্সাইড।
৩৭) ভিটামিন সি কোন ধরনের অ্যাসিড ?
উত্তরঃ এসকরবিক অ্যাসিড।
৩৮) পারমাণবিক চুল্লিতে সংঘটিত বিক্রিয়া টির নাম কি ?
উত্তরঃ নিউক্লিয় বিভাজন।
৩৯) ফুলেরিন কি ?
উত্তরঃ কার্বনের একটি বহুরূপতা।
৪০) আয়োডিন দেওয়া হয় কোন রোগে আক্রান্ত হলে ?
উত্তরঃ গলগন্ড।
WBCS Previous Year Question Papers
৪১) ওজনের পরিমাণ মানব দেহের শতকরা কতটা জল
উত্তরঃ 66%
৪২) ‘নর্মাল স্যালাইন’ হলো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ যার মাত্রা -
উত্তরঃ .০.84%।
৪৩) তেজস্ক্রিয় ভাঙ্গনের সময়ে যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বিকরিত হয় তা হল-
উত্তরঃ রশ্মি।
৪৪) কোন স্তন্যপায়ী ডিম পাড়ে ?
উত্তরঃ হংসচঞ্চু।
৪৫) স্থির উষ্ণতায় যদি চাপ কমে যায় তবে কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন কি হবে ?
উত্তরঃ বেড়ে যাবে।
৪৬) কোন বস্তুর ওজন সর্বাধিক হয় কোথায় ?
উত্তরঃ পৃথিবীপৃষ্ঠে।
৪৭) Leishmania donovani এর অন্তর্বর্তী পোষাক ?
উত্তরঃ বালু মাছি
৪৮) রেট্রো ভাইরাসের RNA থেকে DNA উৎপন্ন হয় -
উত্তরঃ RNA পলিমারেজ দ্বারা।
৪৯) শরীরের মধ্যে যে জৈব রাসায়নিক ক্রিয়া হয় তাকে কি বলে ?
উত্তরঃ মেটাবলিজম ।
৫০) রোগাক্রান্ত হওয়ার পূর্বনির্ধারিত কারণ কে কি বলে অভিহিত করা হয়-
উত্তরঃ নিদানতত্ত্ব।
৫১) দলশূন্য ফুলের পরাগ সংযোগ হয় কিভাবে ?
উত্তরঃ বায়ু দ্বারা।
৫২) ইউরেনিয়াম রেডিও অ্যাক্টিভ ক্ষয় তৈরি হয় কোন ধাতুর দাঁড়া ?
উত্তরঃ সিসা।
৫৩) ক্যান্সারের কারণ যে জিনিসগুলি সক্রিয়তা তা হলো -
উত্তরঃ অনকোজিন।
৫৪) মোটর গাড়ির ভিউ ফাইন্ডার টি হল একটি-
উত্তরঃ উত্তল দর্পণ।
৫৫) আলোকরশ্মির প্রাথমিক রং গুলি হল -
উত্তরঃ লাল, নীল, সবুজ।
৫৬) গ্রীন হাউস গ্যাস কোন বিকিরণের তাপ শোষণ করে ?
উত্তরঃ সৌর বিকিরণের।
৫৭) কোন প্রক্রিয়ায় রাইবোজোম উল্লেখযোগ্য ভূমিকা পালন করে ?
উত্তরঃ শ্বসনে।
৫৮) তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয় এমন একটি উদাহরণ দাও ?
উত্তরঃ শব্দতরঙ্গ
৫৯) মস্তিষ্কের occipital অংশকে উদ্দীপ্ত করলে যে সংবেদন বোধ জেগে ওঠে সেটা হল -
উত্তরঃ স্পর্শ
৬০) সাকসিনিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ দ্বারা তৈরি হয় ?
উত্তরঃ আইসো সাইট্রিক অ্যাসিড।
WBCS Previous Year Question Papers
৬১) যে DNA তে নাইট্রোজেন বেস অনুপস্থিত তা হল-
উত্তরঃ ইউরাসিল।
৬২) আইনস্টাইন যে জন্য নোবেল পুরস্কার পান তা হল ?
উত্তরঃ বিশেষ আপেক্ষিকতাবাদ।
৬৩) মানুষের দেহে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবাণু টির নাম কি?
উত্তরঃ Plasmodium falciparum
৬৪) কোন উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ?
উত্তরঃ ভিটামিন K.
৬৫) একটি 200V-100W বাল্বের রোধ-
উত্তরঃ 400
৬৬) বাস্তু তন্ত্রের শক্তিকে শক্তি প্রবাহ বলা হয় এর কারণ হলো -
উত্তরঃ শক্তির একমুখী রূপান্তর।
৬৭) রক্তচাপ মাপার যন্ত্রের নাম-
উত্তরঃ স্ফিগমোম্যানোমিটার।
৬৮) পৃথিবী পৃষ্ঠে একটি বস্তুর ওজন 10 কেজি হলে পৃথিবীর কেন্দ্রে ওজন হবে-
উত্তরঃ 0 কেজি।
৬৯) একজন প্রাপ্তবয়স্ক হৃদপিণ্ড প্রতি ঘন্টায় যে পরিমান রক্ত পাম্প করে তার পরিমাণ কত ?
উত্তরঃ 300 লিটার
৭০) উষ্ণতা বৃদ্ধি পেলে রোধ হ্রাস পায় এমন একটি ধাতুর উদাহরণ দাও ।
উত্তরঃ সিলিকন
৭১) সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যার মান হলো -
উত্তরঃ (- ½)
৭২) একটি পুষ্করিণীর মত ইকোসিস্টেমের কোন উৎপাদকের কোনটি উৎপাদকের স্থলাভিষিক্ত ভাসমান
উত্তরঃ উদ্ভিদ থেকে শৈবাল/ ফাইটোপ্লাংটন।
৭৩) সিনেমার পর্দা সাদা ও অমসৃণ প্রকৃতির হয় কারণ সব বর্ণের আলোকরশ্মি কে পর্দা-
উত্তরঃ বিক্ষিপ্ত প্রতিফলন করে।
৭৪) মানুষের বংশগত রোগ নয় একটি উদাহরণ দাও ।
উত্তরঃ আলঝাইমার ব্যাধি।
৭৫) কোন ধাতব তারের মধ্য দিয়ে কোন কণার প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে ?
উত্তরঃ ইলেকট্রন।
৭৬) প্রকৃতিতে গ্রীনহাউস অবস্থা সৃষ্টিতে সর্বাধিক সক্রিয় গ্যাসটির নাম কি ?
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড।
৭৭) নিউটন এর আবিষ্কর্তার নাম কি ?
উত্তরঃ জে স্যাডউইক।
৭৮) সবজির রোগ সৃষ্টিকারী একটি উদ্ভিদ ভাইরাসের নাম হল ?
উত্তরঃ কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস।
৭৯) একটি বিজারকের উদাহরণ দাও।
উত্তরঃ H2S
৮০) ‘হোয়াইট’ ভিট্রিয়ল এর সংকেত লেখ
উত্তরঃ ZnSO47H2O
WBCS Previous Year Question Papers
৮১) ভিরিয়ন কি?
উত্তরঃ ভাইরাসের সংক্রামক কনা।
৮২) পারদের বিশেষ কোন গুণের জন্য এটিকে ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহার করা হয় ?
উত্তরঃ তাপের সুপরিবাহী।
৮৩) কোন বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠানো হবে তার ওজনের কিরূপ পরিবর্তন ঘটবে?
উত্তরঃ কমবে।
৮৪) মানুষের বংশগতি গঠনের পুরুষের বৈশিষ্ট্য হিসেবে থাকে -
উত্তরঃ XY ক্রোমোজোম।
৮৫) দুধ হল একপ্রকার দ্রবণ যাকে বলা হয় -
উত্তরঃ ইমালশন
৮৬) পেডাংকেল কি ?
উত্তরঃ ফুলের বৃন্ত
৮৭) একটি বহুরূপীর প্রজাতির নাম লেখ ।
উত্তরঃ গিরগিটি
৮৮) কোন উষ্ণতায় 1 ঘন সেন্টিমিটার আয়তনের বিশুদ্ধ জলের ভরকে 1 গ্রাম বলে ?
উত্তরঃ 4° উষ্ণতায়
৮৯) মানুষের কালাজ্বর হয় কার কামড়ে ?
উত্তরঃ ফ্লিবোটোমাস স্যান্ডফ্লাই।
৯০) ইকোলজিক্যাল নিচ বলতে কী বোঝায় ?
উত্তরঃ একটি বাস্তু তন্ত্রের বায়োটিক ও অ্যাবায়োটিক অংশ।
৯১) স্যাকারিন কী দিয়ে তৈরী হয়?
উত্তরঃ প্রোপেন দিয়ে।
৯২) মোবাইল ফোনে ব্যবহৃত GSM এর পুরো নাম কি?
উত্তরঃ Global System for Mobile।
93) স্পঞ্জ কী ?
উত্তরঃ জীবদেহ।
৯৪) খনিজ পদার্থ ফ্লোরিন এর অভাবে মানবদেহে কী ক্ষতি হয়?
উত্তরঃ উত্তরঃ দাঁত দুর্বল হয়ে যায়।
৯৫) ফটোগ্রাফি ফিল্ম এর আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক ব্যবহার করা হয় ?
উত্তরঃ সিলভার ব্রোমাইট।
৯৬) জিকা ভাইরাস এর উপস্থিতি প্রথম কোন দেশ সরকারী ভাবে ঘোষণা করে ?
উত্তরঃ উগানডা।
৯৭) কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়?
উত্তরঃ শীতকালে।
৯৮) ওডোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয় ?
উত্তরঃ অতিক্রান্ত দূরত্ব।
৯৯) কিলোমিটার/ঘন্টা কীসের একক ?
উত্তরঃ শক্তি।
১০০) মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কী ?
উত্তরঃ লিভার।
আরও পড়ুনঃ Autobiography of Famous Persons(বিখ্যাত মানুষদের আত্মজীবনীর নাম সমূহ)
File Name | WBCS Previous Year Question Papers |
File Format | |
Size of File | 1.66 MB |
Quality of File | HIGH |
Click On Download Button | Download |
No comments:
Post a Comment