Poets Writers and Their Works-2021|কবি সাহিত্যিক ও তাঁদের রচনা সংক্রান্ত PDF
👉আজকের এই পোস্টে কিছু Poets Writers and Their Works বাংলা সাহিত্যের কবি সাহিত্যিক ও তাঁদের রচনা সংক্রান্ত PDF তোমাদের সাথে Share করছি। ৭০ এর বেশি এই পিডিএফ টি তোমাদের খুবই কাজে আসবে। Competitive Exam এর জন্য আজকের এই Best পোস্ট টি খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ পোস্টটি পড়ার পর নীচে DOWNLOAD অপশন এর উপর ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো।
Poets Writers and Their Works-2021|কবি সাহিত্যিক ও তাঁদের রচনা সংক্রান্ত PDF
১। রবীন্দ্রনাথ ঠাকুর - মানসী, সোনার তরী,নৈবেদ্য, গীতালি, গীতিমাল্য, গীতাঞ্জলি, শ্যামলী, চিত্রা। সম্পাদিত পত্রিকা-ভারতী, সাধনা,
২। দ্বিজেন্দ্রলাল রায় - চন্দ্রগুপ্ত, মেবারপতন, সাজাহান, প্রতাপসিংহ, পাষাণী, কল্কি অবতার।
৩। কামিনী রায় - অশোক সংগীত, মাল্য ও নির্মাল্য, গুঞ্জন (নাট্যকাব্য)।
৪। যতীন্দ্রমোহন বাগচি - রেখা, অপরাজিতা, জাগরণী (কাব্য)। সম্পাদিত পত্রিকা–পূর্বাচল ।
৫। সত্যেন্দ্রনাথ দত্ত - বেণু ও বীণা, কুহু ও কেকা, বেলা শেষের গান।
৬। কুমুদরঞ্জন মল্লিক - উজানি, বনতুলসি, স্বারাবতী (নাটক)।
৭। যতীন্দ্রনাথ সেনগুপ্ত - মরীচিকা, মরুশিখা, নিশান্তিকা, ছবি।
৮। সুকুমার রায় - আবোল-তাবোল, খাই খাই, হ-য-ব-র-ল, চলচ্চিত্ত চঞ্চরী।
৯। মোহিতলাল মজুমদার - দেবেন্দ্রমঙ্গল, হেমন্ত গোধুলি (কাব্য), শ্রীমধুসূদন।
১০। কাজী নজরুল ইসলাম - অগ্নিবীণা, বিষের বাঁশি, সন্ধ্যা (কাব্য), সর্বহারা, ছায়ানট । সম্পাদিত পত্রিকা–ধূমকেতু।
কবি সাহিত্যিক ও তাঁদের রচনা সংক্রান্ত PDF
১১। জীবনানন্দ দাশ - রূপসী বাংলা, বনলতা সেন, ধূসর পাণ্ডুলিপি, ঝরা পালক, সুতীর্থ (আখ্যান)।
১২। জসীমউদ্দীন - নকশী কাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট, বেদের মেয়ে (গীতিনাট্য), ধানক্ষেত (কাব্য)
১৩। প্রেমেন্দ্র মিত্র - প্রথমা, ফেরারি ফৌজ।
১৪। অন্নদাশঙ্কর রায় - উড়কি ধানের মুড়কি, রাঙা ধানের খৈ, অজ্ঞাতবাস। অপসারণ (উপন্যাস)।
১৫। বুদ্ধদেব বসু - মর্মবাণী, বন্দীর বন্দনা, দময়ন্তী, বসন্তের উত্তর (কাব্য)।
১৬। বিমল ঘোষ - ছায়াপথ, জীবন ও রাত্রি, বিশ্বশান্তি (কাব্য)।
১৭। সুভাষ মুখোপাধ্যায় - পদাতিক, চিরকূট, ফুল ফুটুক, কাল মধুমাস।
১৮। নীরেন্দ্রনাথ চক্রবর্তী - উলঙ্গ রাজা, নীল নির্জন, কলকাতার যীশু।
১৯। সুকান্ত ভট্টাচার্য - ছাড়পত্র, অভিযান, মিঠেকড়া, ঘুম নেই।
২০। শামসুর রহমান - দ্বিতীয় মৃত্যুর আগে, বিধ্বস্ত নীলিমা, নিজ বাসভূমে।
কবি সাহিত্যিক ও তাঁদের রচনা সংক্রান্ত PDF
২১। শঙ্খ ঘোষ - দিনগুলি রাতগুলি, বাবরের প্রার্থনা, মূর্খ বড়, সামাজিক নয় এই শহরের রাখাল।
২২। শক্তি চট্টোপাধ্যায় - যেতে পারি কিন্তু কেন যাব, প্রভু নষ্ট হয়ে যাই, মানুষ বড়ো কাঁদছে, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান।
২৩। সুনীল গঙ্গোপাধ্যায় - হঠাৎ নীরার জন্য, অন্য দেশের কবিতা, বন্দী আছে, রাত্রির দেভু, সেই সময়, প্রথম আলো পশ্চিম, শেষ দেখা হয় নাই। সম্পাদিত পত্রিকা কৃত্তিবাস।
২৪। জয় গোস্বামী -ঘুমিয়েছে ঝাউপাতা,জগৎ বাড়ি,তার পোশাক,তোমার সঙ্গে,বিষাদ(কাব্য)যারা বৃষ্টিতে ভিজেছিল (কাব্যেন্যাস)
২৫। তসলিমা নাসরিন - জলপদ্য, নির্বাচিত কবিতা, কিছুক্ষণ থাকো (কাব্য)।
২৬। বিনায়ক বন্দ্যোপাধ্যায় - ছেড়েছি সব অসম্ভবের আশা, তুমিই প্রাণ, দাঁড়াচ্ছি দর বাইরে।
২৭। শ্রীজাত - অকাল বৈশাখী, উড়ন্ত সব জোকার।
২৮। পূর্ণেন্দু পত্রী - কথোপকথন, এক মুঠো রোদ, তুমি এলে সূর্যোদয় হয়, শব্দের বিছানা।
২৯। রাজা রামমোহন রায় - বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, গৌড়ীয় ব্যাকরণ (গ্রন্থ)
৩০। প্যারীচাঁদ মিত্র - রামারঞ্জিকা, যৎকিঞ্চিৎ আলালের ঘরের দুলাল।
৩১। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর - বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস বর্ণপরিচয়, আখ্যান মঞ্জরী।
৩২। দীনবন্ধু মিত্র - নীলদর্পণ, সধবার একাদশী, কমলে কামিনী (নাটক)।
৩৩। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় - সৎকার, বাল্যবিবাহ, কাঠমালা, দামিনী, মাধবীলতা, পালামে (ভ্রমণ)।
৩৪। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় - বঙ্গদর্শন (পত্রিকা, সম্পাদক), দুর্গেশনন্দিনী, কপালকুণ্ডলা, রাজসিংহ, বিষবৃক্ষ, লোকরহস্য, বিবিধ প্রবন্ধ
৩৫। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় - কঙ্কাবতী, পাপের পরিণাম, ফোকলা দিগম্বর, মুক্তামালা, পূজার ভূত।
৩৬। হরপ্রসাদ শাস্ত্রী - ভারত মহিলা (প্রবন্ধ), মেঘদূত ব্যাখ্যা, বাল্মীকির জয়। কাঞ্চনমালা।
৩৭। রবীন্দ্রনাথ ঠাকুর - গল্পগুচ্ছ, তিন সঙ্গী, সে, গোড়ায় গলদ, বিসর্জন, ডাকঘর, চিত্রাঙ্গদা, মুক্তধারা, চণ্ডালিকা, চোখের বালি, নৌকাডুবি। যোগাযোগ, বিচিত্র প্রবন্ধ, প্রাচীন সাহিত্য, কালান্তর।
৩৮। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী - ছোটোদের রামায়ণ, ছোটোদের মহাভারত, টুনটুনির বথ গুপী গাইন ও বাঘা বাইন।
৩৯। রামেন্দ্রসুন্দর ত্রিবেদী - মহাশক্তি, জিরাসা, মায়াপুরী, চরিতক, বিচিত্র জগৎ, জগৎ কথা।
৪০। অবনীন্দ্রনাথ ঠাকুর - খাজাঞ্চির খাতা, কীরের পতল, বুড়ো আংলা, রাজকাহিনি, নালক।
কবি সাহিত্যিক ও তাঁদের রচনা সংক্রান্ত PDF
৪১। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় - গৃহদাহ,পথের দাবী,শ্রীকান্ত, পল্লীসমাজ, পরিণীতা, দেবদাস, পণ্ডিতমশাই, মেজদিদি, বিন্দুর ছেলে।
৪২। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় - পথের পাঁচালি,অপরাজিতা, আরণ্যক, ইছামতী, আদর্শ হিন্দু হোটেল, চাঁদের পাহাড়, মেঘমল্লার, মৌরিফুল।
৪৩। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় - গণদেবতা,কালিন্দী,পর্ণগ্রাম,হাঁসুলি বাঁকের উপকথা, আরোগ্য নিকেতন, ধাত্রী দেবতা, জলসাদর, বেদেনী।
৪৪। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় - তুঙ্গভদ্রার তীরে, চিড়িয়াখানা, চোরাবালি, ঝিন্দের বন্দী, ব্যোমকেশ সমগ্র।
৪৫। (বনফুল) বলাইচাঁদ মুখোপাধ্যায় - শ্রীমধুসূদন, কাঞি, বিদ্যাসাগর (নাটক), বৈতারিণী তীরে (গল্প)।
৪৬। (জরাসন্ধ) চারুচন্দ্র চক্রবর্তী - লৌহকপাট, পরশমণি।
৪৭। শিবরাম চক্রবর্তী - বাড়ি থেকে পালিয়ে, ঈশ্বর পৃথিবী ভালোবাসা, লাভের বেলায় ঘণ্টা।
৪৮। সৈয়দ মুজতবা আলি - দেশে-বিদেশে, পঞ্চতন্ত্র, চাচাকাহিনী।
৪৯। বুদ্ধদেব বসু - কালসন্ধ্যা, প্রথম পাঠ, তিথিডোর, শাড়ি, কালের পুতুল।
৫০। লীলা মজুমদার-পদি পিসির বর্মিবাক্স, হলদে পাখির পালক, বদ্যিনাথের বাড়ি। সম্পাদিত পত্রিকা-সন্দেশ।
কবি সাহিত্যিক ও তাঁদের রচনা সংক্রান্ত PDF
৫১। মানিক বন্দ্যোপাধ্যায় - পুতুল নাচের ইতিকথা, পদ্মানদীর মাঝি, দিবারাত্রির কাব্য। সরীসৃপ, জননী (উপন্যাস)। সম্পাদিত পত্রিকা-নবকল্লোল।
৫২। গজেন্দ্রকুমার মিত্র - পাঞ্চজন্য, পৌষ-ফাগুনের পালা, উপকণ্ঠে। সম্পাদিত পত্রিকা—কথাসাহিত্য।
৫৩। আশাপূর্ণা দেবী - প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুলকথা, নিমিত্তমাত্র।
৫৪। বিমল মিত্র - কড়ি দিয়ে কিনলাম, সাহেব বিবি গোলাম, একক দশক শতক (উপন্যাস)।
৫৫। শম্ভু মিত্র - চাঁদ বণিকের পালা, ঘূর্ণি (নাটক)।
৫৬। সত্যজিৎ রায় - প্রফেসর শঙ্কু, সোনার কেল্লা, গ্যাংটকে গণ্ডগোল, বাদশাহী আংটি, ফটিকচাঁদ সম্পাদিত পত্রিকা-সন্দেশ।
৫৭। বিমল কর - অসময়, যদু বংশ, বালিকা বধু (উপন্যাস)।
৫৮। (কালকূট) সমরেশ বসু - উওরঙ্গ, বিবর, বিটি রোডের ধারে, মহাকালের রথের ঘোড়া, দেখি নাই ফিরে, পৃথা, সন্ধানে, ধ্যান জ্ঞান প্রেম,অমৃত বিষের পাত্রে।
৫৯। নারায়ণ সান্যাল - অবিস্মরণীয়া, রূপমঞ্জরী, দগুক, শবরী, মনামী,স্বরূপিনী।
৬০। মহাশ্বেতা দেবী - হাজার চুরাশির মা, নটী, যমুনা তীর, আঁধারনামাণিক, অরণ্যের অধিকার।
কবি সাহিত্যিক ও তাঁদের রচনা সংক্রান্ত PDF
৬১। উৎপল দত্ত - ছায়ানট, ফেরারী ফৌজ, রাইফেল (নাটক)।
৬২। নিমাই ভট্টাচার্য - মেমসাহেব, রাঙাবৌদি, নন্দিনী, পুতুলদি, বন্দিনী, কয়েদি
৬৩। মতি নন্দী - কোনি, বেহুলার ভেলা, গোলাপ বাগান, বনানীদের বাড়ি সাদা খাম।
৬৪। অতীন বন্দ্যোপাধ্যায় - ঝিনুকের নৌকা, দুই ভারতবর্ষ, উত্তাপ, নীলকন্ঠ পাখির খোঁজে।
৬৬। (নীললোহিত) সুনীল গঙ্গোপাধ্যায় - প্রথম আলো, সেই সময়, অর্ধেক জীবন, বন্দী জেগে আছে।সম্পাদিত পত্রিকা কৃত্তিবাস।
৬৭। সৈয়দ মুজতবা সিরাজ - অলীক মানুষ, সোনার ঠাকুর।
৬৮। শীর্ষেন্দু মুখোপাধ্যায় - মানবজমিন, ফেরিঘাট, গুহামানব, পার্থিব, দূরবীন।
৬৯। সঞ্জীব চট্টোপাধ্যায় - চিড়িয়াখানা, শাখা-প্রশাখা, শঙ্খচিল, শ্রীশ্রীরামকৃষ্ণ চরণ কমলে, ললাটাকম্বল, শঠে শাঠ্যাং।
৭০। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় - ভাঙা দেউলের ইতিকথা, পাণ্ডব গোয়েন্দা, রাজস্থান ভ্রমণ।
কবি সাহিত্যিক ও তাঁদের রচনা সংক্রান্ত PDF
৭১। সমরেশ মজুমদার - দৌড়, উত্তরাধিকার, কালপুরুষ, সিংহবাহিনী।
৭২। সুচিত্রা ভট্টাচার্য - কাছের মানুষ, জলছবি, পরবাস।
৭৩। হর্ষ দত্ত - আছে অন্তরে, প্রবাল রঙের আলো, স্মৃতিচিহ্ন, সবুজ প্রতিমা।
৭৪। সুকান্ত গঙ্গোপাধ্যায় - এবং মায়াভূমি, পিতৃপক্ষ, প্রত্নকন্যা।
আরও ডাউনলোড করোঃ-বাংলা সাহিত্যের প্রশ্ন উত্তর PDF-2021
সম্পূর্ণ PDF টি ডাউনলোড করো
File Name | কবি সাহিত্যিক ও তাঁদের রচনা সংক্রান্ত PDF |
File Format | |
Size of File | 620KB |
Quality of File | HIGH |
Click On Download Button | Download |
>>আমাদের সঙ্গে যুক্ত হন<<
- Educational যে কোনো আপডেট ,সিলেবাস ভিত্তিক বিষয়ের উপড় বিশ্লেষণমূলক ভিডিও এবং নোটস পাওয়ার জন্য অবশ্যই আমাদের Follow করুন।
- আমাদের Website : www.porasonarjagat.com
- Youtube : www.youtube.com/porasonarjagat
- ফেসবুক গ্রুপঃ- www.facebook.com/groups/porasonarjagat
- ফেসবুক পেজঃ- www.facebook.com/porasonarjagat786
- টুইটারঃ- www.twitter.com/PorasonarJagat
No comments:
Post a Comment