Latest Post

Friday, September 10, 2021

Latest Current Affairs-2021|কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা PDF

Latest Current Affairs-2021|কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা PDF



👉প্রিয় বন্ধুরা এই নির্দিষ্ট পোস্টে আমরা ১০০এর বেশি Latest Current Affairs-2021 দেখবো এবং যার PDF টি ডাউনলোড করার জন্য অনুরোধ করছি। বাছাই করা এই Latest Current Affairs-2021 এর PDF তোমাদের পরবর্তী সমস্ত সরকারী চাকরীর পরীক্ষায় খুবি উপকারে আসবে। সুতরাং দেখে নাও-


Latest Current Affairs-2021





প্রঃ- বিশ্ব ব্যাঙ্ক এবং ইউনিসেফ সারা বিশ্বজুড়ে কোন প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে যৌথ চুক্তি স্বাক্ষর করেছে ?





উঃ- Early Childhood Development Programme!





প্রঃ- তথ্য প্রযুক্তি বিষয়ে জ্ঞানলাভের জন্য ইনফোসিসের সহপ্রতিষ্ঠাতা এস গোপালাকৃষ্ণণ সম্প্রতি কোন্ মোবাইল অ্যাপস চালু করেছে ?





উঃ-Itihaasa'





প্রঃ ১৭ এপ্রিল, ২০১৬ তারিখে প্রয়াত পাঁচ বারের এমি পুরস্কার বিজয়ী শিল্পীর নাম কী ?





উঃ- ডোরিস রবার্ট।





প্র ২০১৬ সালের লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডের অন্তর্গত লরিয়াস স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডে কে ভূষিত হলেন?





উঃ- নোভাক জকোভিচ।





প্রঃ- ভারতের কোন ব্যক্তি ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন (FIH) এর আম্পায়ার হিসাবে নিযুক্ত হলেন?





উঃ-দুর্গা ঠাকুর।





উঃ- ইসরোর বিজ্ঞানীরা সিয়াচেন হিমবাহ এলাকায়  সৈন্যদের প্রবল ঠাণ্ডার হাত থেকে রক্ষা করার জন্য বিশ্বের সবচেয়ে হাল্কা যে দ্রব্য তৈরি করেছেন তার নাম কী?





উঃ- সিলিকা অ্যারোজেল/বু এয়ার/ফ্রোজেন





প্রঃ- সম্প্রতি হু’ (WHO) কোন অঞ্চলকে বিশ্বের প্রথম ম্যালেরিয়া মুক্ত অঞ্চল হিসাবে ঘোষণা করেছে ?





উঃ-ইউরোপ।





প্রঃ ২০১৬ সালের ২২এপ্রিল সারা বিশ্বজুড়ে পালিত হওয়া ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে’-র এ বছরের থিম কী ছিল ?





উঃ-Trees for the Earth'। প্রঃ ২০ এপ্রিল, ২০১৬ তারিখে প্রয়াত বিশিষ্ট কমেডিয়ান অভিনেত্রী, সংগীতশিল্পী এবং সংগীত রচয়িতার নাম কী?





উঃ- ভিক্টোরিয়া উড। প্রঃ কোথায় ২০১৮ সালের কমনওয়েলথ জুড়ো চ্যাম্পিয়নশিপস অনুষ্ঠিত হবে?





উঃ- ভারত।





প্রঃ কে এফ পিএআই ইন্ডিয়ান প্লেয়ার অফ দ্য ইয়ার’ সম্মানে ভূষিত হলেন যিনি মোহনবাগান দলের খেলোয়াড়?





উঃ-জে জে লালপেখলুয়া।





প্রঃ কে ইন্টারন্যাশনাল প্লান্ট নিউট্রিশন স্কলার অ্যাওয়ার্ডে ভূষিত হলেন যিনি খঙ্গপুর আই আই টি’র স্কলার ছিলেন?





উঃ- কে অশোক কুমার। 





প্ৰঃ সম্প্রতি অবসর নেওয়া অ্যাথলিটের নাম কী যিনি অলিম্পিক খেলায় দু’বার সোনার পদক পান?





উঃ-ফেলিক্স সাগে (মার্কিন যুক্তরাষ্ট্র)।





প্রঃ ২০১৬ সালের ২৫ এপ্রিল সারা বিশ্বজুড়ে পালিত হওয়া ‘বিশ্ব ম্যালেরিয়া দিবসের এ বছরের থিম কী ছিল?





 উঃ- End Malaria for Good'।





প্রঃ কেন্দ্রীয় সরকার কোন্ দেশের সঙ্গে স্বাস্থ্য এবং চিকিৎসা বিজ্ঞানে সহযোগিতার উদ্দেশে মউ স্বাক্ষর করল?





উঃ-পাপুয়া নিউ গিনি।





প্রঃ- চীনের কোন জনপ্রিয় মানবাধিকার কর্মী ২৬ শে এপ্রিল  ২০১৬ তারিখে প্রয়াত হলেন?





উঃ- হ্যারি উ।





প্রঃ চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত বিশ্ব তিরন্দাজি প্রতিযোগিতায় ভারতীয় মহিলা দল কোন্ পদক পেল?





উঃ- রৌপ পদক





প্রঃ সম্প্রতি রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত রাশিয়া ফর্মূলা ওয়ান কার রেসিং প্রতিযোগিতায় কে চ্যাম্পি হলেন?





উঃ-নিকো রসবার্গ (জার্মানি)। 





প্রঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১মে, ২০১৬ উত্তর প্রদে বালিয়াতে দরিদ্র মহিলাদের সাহায্যার্থে কোন ও চালু করলেন?





উঃ-‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’





প্রঃ হায়দরাবাদের কোন পদার্থবিদ 'রয়্যাল সোসাইটি ফেলো নির্বাচিত হয়েছেন?





উঃ- শ্রীরাম রামস্বামী।





গ্রঃ ২০১৫-১৬ মরশুমে ইংলিশ প্রিমিয়ার লিগে কে চ্যাম্পিয়ন হল?





উঃ-লেস্টার সিটি।





প্রঃ কে ‘বিশ্ব সুকার চ্যাম্পিয়নশিপ' প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন?





উঃ- মার্ক সেলবি (ইংল্যান্ড)।





প্ৰঃ সম্প্রতি কোন অঞ্চলের ছিটমহলের অধিবাসীর স্বাধীনতা উত্তর ভারতে প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করলেন?





উঃ-পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ছিটমহলের বাসিন্দারা।





প্রঃ কে ভারতীয় নৌবাহিনীর প্রধান হিসাবে রোবিন কুমার ধাওয়ানের স্থলাভিষিক্ত হলেন ?





উঃ-সুনীলকুমার ল্যাঙ্গাবা।





প্রঃ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কয়টি সংস্থাকে নীরবন্ধ’ পুরস্কার তুলে দিলেন?





উঃ- ৪৬টি ‘নীরশ্রী' এবং ৬টি‘নীরবন্ধু'।





প্রঃ-গোয়ার ডিফেন্স শিপইয়ার্ড লিমিটেড ৫মে কোন নতুন যুদ্ধজাহাজ চালু করল ?





উঃ-শৌর্য।





প্রঃ ভারতের কোন্ বিশিষ্ট সাহিত্যিক গ্রন্থের জন্য এশিয়া অল থেকে কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজে’ ভূষিত হয়েছেন?





উঃ-পরাশর কুলকার্নি।





প্রঃ ২০১৬ সালের এশিয়া কবাডি চ্যাম্পিয়নশিপে ভারতকে পরাজিত করে কোন্ দেশ চ্যাম্পিয়ন হল?





উঃ-পাকিস্তান।





প্রঃ সম্প্রতি কোন্ দেশে চলচ্চিত্র পরিচালক যশ চোপড়ার ব্রোঞ্জের মূর্তি উন্মোচিত হয়েছে?





উঃ-সুইৎজারল্যান্ড





প্রঃ আপদকালীন সময়ে পুলিশ, অ্যাম্বুলেন্স, দমকল বাহিনীর সহায়তার জন্য সারাদেশ জুড়ে যে একক নম্বর চালু হল তা কত?





উঃ-১১২।





প্ৰঃ সম্প্রতি চীনে আবিষ্কৃত বিশ্বের দীর্ঘতম পতঙ্গের নাম?





উঃ-'Chan's megastick/ Phobaeticus chani'।





প্রঃ-ভারতের কোথায় ভারতের তথা এশিয়ার প্রথম রাইস টেকনোলজি পার্ক গড়ে উঠতে চলেছে?





উঃ- গঙ্গাবতী (কর্ণাটক)।





প্রঃ- কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রক কোন ঐতিহাসিক ব্যক্তির ৪৭৫ তম জন্মবার্ষিকীতে ১০০ টাকা মূল্যের স্মারক মুদ্রা ও ১০ টাকা মূল্যের প্রচলিত মুদ্রা চালু করল?





উঃ-রানা প্রতাপ সিং।





প্রঃ সম্প্রতি আর বি আই কোন্ সিরিজের ১০০০ টাকা ® মূল্যের ব্যাঙ্ক নোট চালু করেছে?





উঃ-R' সিরিজের।





প্রঃ ১১মে সারা বিশ্বজুড়ে পালিত হওয়া জাতীয় প্রযুক্তিবিদ্যা দিবসে’র এ বছের থিম কী ছিল?





উঃ-Technology enablers of Startup India'





প্রঃ রাষ্ট্রপতি প্রণব মুখােপাধ্যায় ১১ মে সুপ্রিমকোর্টের বিচারপতি হিসাবে যে চারজন বিচারপতির নাম অনুমোদন করলেন তাদের নাম কী কী ?





উঃ-এ এম খানউইলকর, ডি ওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ এবং এল নাগেশ্বর রাও।





প্ৰঃ ১২মে, রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কতজন নার্সকে ‘ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার ২০১৬'-তে ভূষিত করলেন?





উঃ-৩৫ জন।





প্রঃ হু’ (WHO) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিশ্বের সর্বাধিক দূষিত অঞল কোটি ?





উঃ-ইরানের জাবোল অঞল।





প্রঃ ১৩মে, ২০১৬ তারিখে নিযুক্ত ফিফার মহিলা সেক্রেটারি জেনারেলের নাম কী ?





উঃ-ফতেমা সামোরা।





প্রঃ ইটালিয়ান ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের ডাবলসে কোন জুটি চ্যাম্পিয়ন হলেন? উঃ-সানিয়া মির্জা এবং মার্টিনা হিঙ্গিস।





প্রঃ-ইটালিয়ান ওপেন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসে কে চ্যাম্পিয়ন হলেন?





উঃ-অ্যান্ডি মারে।





প্ৰঃ ১৫মে সারা বিশ্বজুড়ে পালিত হওয়া আন্তর্জাতিক পরিবার দিবসের এ বছরের থিম কী ছিল? উঃ-‘Families, healthy lives and sustainable future'l





প্রঃ খঙ্গপুর আইআইটি-র কোন মহিলা গবেষক ইয়ং সায়েন্টচিস্ট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন যা দেওয়া হয় ইউরোপিয়ান মেটেরিয়ালস রিসার্চ সোসাইটি থেকে?





উঃ-নন্দিনী ভাণ্ডারু।





প্রঃ ১৫মে ২০১৬ তারিখে প্রয়াত বিশিষ্ট মহাকাশ বিজ্ঞানীর নাম কী যিনি নেপচুন গ্রহের বলয় আবিষ্কার করেছিলেন?





উঃ-অ্যান্ড্রি ব্রাহিক।





প্রঃ ২০১৬ সালের ফেডারেশন কাপ ফুটবলে কোন্ দল চ্যাম্পিয়ন হল?





উঃ-মোহনবাগান।





প্রঃ ৩০ ডিসেম্বর, ২০১৪ তারিখে প্রয়াত অস্কার পুরস্কার বিজয়িনী অভিনেত্রীর নাম কী ? যিনি প্রথম মহিলা হিসাবে পরপর দু'বছর (১৯৩৬ এবং ১৯৩৭) এই পুরস্কারে ভূষিত হয়েছিলেন।





উঃ-লুইস রায়নার ।





প্রঃ সাম্প্রতি পার্লামেন্ট সংবিধান সংশোধন করে ইনসিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (আই আর ডি এ)-র নতুন কী করল?





উঃ-ইনসিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া(IRDAI)।





প্রঃ পয়ষট্টি বছরের পুরোনো ভারতে ‘পরিকল্পনা কমিশনের জায়গায় নতুন গঠিত হওয়া কমিশনের নাম কী?





উঃ-নীতি আয়োগ।





প্রঃ জরুরি পরিস্থিতিতে মহিলাদের সাহায্য করার জন্য দিল্লি পুলিশ যে মোবাইল অ্যাপ্লিকেশন চালু করল তার নাম কী ?





উঃ-হিম্মত ।





প্রঃ সম্প্রতি কোথায় বিশ্বের ক্ষুদ্রতম গুয়ানা প্রজাতির টিকটিকি আবিষ্কৃত হয়েছে যার ওজন মাত্র ১৬ গ্রাম?





উঃ-পশ্চিম অস্ট্রেলিয়ার কিম্বার্লি অঞ্চলে।





প্রঃ সম্প্রতি ভারতের ক্রীড়ামন্ত্রক ন্যাশনাল বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার নতুন নামকরণ কী করল?





উঃ-বক্সিং ইন্ডিয়া।





প্রঃ কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ-এর প্রথম ভাইস চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হলেন?- উঃ-অরবিন্দ পানাগাড়িয়া।





প্রঃ হাভার্ডের স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোপিডিক্সে-এর বিজ্ঞানীরা পৃথিবীর মতো অন্য কোন্ দুটি গ্রহ আবিষ্কার করেছেন ?





উঃ-কেপলার ৪৩৮ বি এবং ৪৪২ বি।





প্ৰঃ ৭ জানুয়ারী ২০১৫ থেকে কোন বেসরকারি ব্যাঙ ভারতে প্রথম স্পর্শ বিহীন (কনট্যাক্ট লেস) ক্রেডি অ্যান্ড ডেবিট কার্ড চালু করলেন।





উঃ-আই সি আই ,আই ব্যাঙ্ক।





প্রঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৩ তম প্রবাসী ভারতীয় দিন উদযাপন উপলক্ষ্যে গান্ধিনগরে যে নতুন যাদুঘরের প্রবর্তন করলেন তার নাম কী ?





উঃ-ডাণ্ডী কুটির ।





প্ৰঃ ভারতের প্রথম প্রাকৃতিক গ্যাস দ্বারা চালিত ট্রেন কোন দুই স্থানের মধ্যে চলাচল শুরু করেছে?





উঃ- রেওয়ারি থেকে রওহতক।





প্রঃ-সম্প্রতি কোন তথ্যপ্রযুক্তি সংস্থা নিজস্ব মোবাইল ট্যাবলেট কিংবা ডেক্সটপ থেকে বিমান সন্ধানের পদ্ধতির প্রবর্তন করল ভারতে?





উঃ-গুগল।





প্ৰঃ দেশের সমদ্ধশালী শহরের ঐতিহ্যের সংরক্ষণ ও সংস্কারের উদ্দেশ্যে সম্প্রতি কেন্দ্রীয় সরকার কোন প্রকল্প চালু করেছে?





উঃ-হদয় (HRIDAY-Heritage City Development and Augmentation Yojana)।





প্রঃ- সম্প্রতি ভারত ও নেপালের যৌথ উদ্যোগে মহাকালি নদীতে গড়ে ওঠা জলবিদ্যুৎ প্রকল্পের নাম কী ?





উঃ-পঞেশ্বর বহুমুখী নদী পরিকল্পনা।





প্রঃ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভ্রমণ করে (১৫০টি দেশ এবং ১ কোটি ৬০ মাইল পথ আকাশপথে পরিভ্রমণ করেছেন) গিনেস বুকে নাম তুললেন কোন ব্যক্তি?





উঃ-ফ্রেড ফিন (নিউ ইয়র্ক)।





প্রঃ সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কন্যাভূণ হত্যা রোধ করার উদ্দেশ্যে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্প। অভিযান প্রথম কোথা থেকে শুরু করেছেন?





উঃ-হরিয়ানার পানিপথ।





প্রঃ ভারতের কোন রাজ্যে দেশের সর্বপ্রথম ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ মিউজিক প্রতিষ্ঠানটি স্থাপিত হবে বলে ঘোষিত হল?





উঃ-কেরল।





প্রঃ ২৫ জানুয়ারি ২০১৫ তারিখে উদ্যাপিত জাতীয় ভোটার দিবসেরর থিম কী ছিল?





উঃ-Easy Registration,Easy Correction





প্ৰঃ ভারতের প্রথম কোন্ মহিলা অফিসারকে রাষ্ট্রপতি ভবনে(২৫ জানুয়ারি ২০১৫ তারিখে) 'গার্ড অফ অনার' (Guard of Honour) সম্মানে সম্মানিত করা হল?





উঃ-পূজা ঠাকুর





প্রঃ ৬৩ তম মিস ইউনিভার্স হিসাবে কে নির্বাচিত হয়েছেন?





উঃ-পৌলিনা ভেগা ।





প্রঃ নাসা  মাটির আর্দ্রতা পরিমাপ করার জন্য কোন কৃত্রিম উপগ্রহ চালু করেছে?





উঃ-SMAP (Soil Moisture Active Passive)





প্রঃ সম্প্রতি কে জাতিসংঘের মানবাধিকার কমিশনের নতুন প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন?





উঃ-মেরি ম্যাকগোয়ান ডেভিস।





প্রঃ- ভারতের প্রথম ওয়াই-ফাই পরিসেবা সম্বলিত মেট্রো শহর কোন্টি?





উঃ-কলকাতা (পার্ক স্ট্রিট)।





প্রঃ সম্প্রতি কেন্দ্রীয় সরকার উত্তরপ্রদেশে কোন্ যোজনা চালু করেছে?





উঃ-সুকন্যা সমৃদ্ধি যোজনা। 





প্রঃ-৫৭ তম অ্যানুয়াল গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কোন্ দুই ভারতীয় পুরস্কৃত হয়েছেন?





উঃ-রিকি কেজ এবং নীলা ভাসওয়ানি।





প্রঃ- সম্প্রতি কোন্ ব্যাঙ্ক ভারতের মধ্যে প্রথম মোবাইল ফোনের মাধ্যমে ‘ডিজিটাল ব্যাঙ্কিং পরিসেবা’করল?





উঃ-আই সি আই সি আই।





প্রঃ- ২৩ তম নতুন দিল্লি বিশ্ব বইমেলা’ কোথায় অনুষ্ঠিত হয়ে গেল, যার থিম ছিল ‘Suryodaya Emerging Voices from Northeast India'?





উঃ-19 ময়দান (নতুন দিল্লি) প্রঃ পারমাণবিক শক্তিসম্পন্ন সারফেস-টু-সারফেস মিসাইল ‘পৃথী-টু' কোথায় সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে?





উঃ-চাদিপুর, ওড়িশা।





প্রঃ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বিচারে ২০১৫ সালের ‘হল অফ ফেম' কে নির্বাচিত হয়েছেন?





উঃ-প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলে।





প্রঃ ইসরোর ‘স্পেশ অ্যাপ্লিকেশন সেন্টারের নতুন ডিরেক্টর হিসাবে কে নিযুক্ত হয়েছেন?





উঃ-বিজ্ঞানী তপন মিশ্র।





প্রঃ সম্প্রতি কেন্দ্রীয় ভূ-বিজ্ঞান মন্ত্রক বায়ুর গুণমান পরীক্ষা করার জন্য মহারাষ্ট্রের পুণেতে কোন মোবাইল অ্যাপস চালু করল?





উঃ-SAFAR-Air' ।





প্রঃ মহাবাষ্ট্রের কোন্ হৃদরোগ বিশেষজ্ঞ মহারাষ্ট্রের প্রথম এবং ভারতের দ্বিতীয় ডাক্তার হিসাবে হৎপিন্ডের করোনারি আর্টারি বাইপাসে সফলভাবে টাইটানিয়াম কেইছি প্লেট স্থাপন করতে সক্ষম হলেন?





উঃ-ডক্টর রাহুল





প্রঃ মঙ্গলের উদ্দেশ্যে একমুখী যাত্রার জন্য নির্বাচিত একশো জনের তালিকায় কোন তিন ভারতীয় স্থান পেলেন?





উঃ-ঋতিকা সিং, শ্রদ্ধা প্রসাদ এবং তরণজিৎ সিং ভাটিয়া।





প্রঃ কোন্ বাঙালি ক্রিকেটার মেলবোর্ন ক্রিকেট ক্লাব(অস্ট্রেলিয়া)-এর আজীবন সম্মানীয় সদস্যপদ লাভ করলেন?





উঃ-প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি।





প্রঃ ৮৭ তম অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সর্বাধিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রের নাম কী ?





উঃ-বার্ডম্যান।





প্রঃ কে নোভাক জকোভিচকে হারিয়ে দুবাই ওপেন - ২০১৫-তে চ্যাম্পিয়ান হয়েছেন?





উঃ-রজার ফেডেরার।





প্রঃ 'ফোর্বস পত্রিকায় সমীক্ষা অনুযায়ী ২০১৫ সালের সবচেয়ে ধনী ব্যক্তির নাম কী যিনি মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা এবং ৭৯ বিলিয়ন মার্কিন ডলারের মালিক?





উঃ-বিল গেটস।





প্রঃ-কেন্দ্রীয় জাহাজ, সড়ক ও পরিবহণ মন্ত্রক ০৩ মার্চ ২০১৫ তারিখে যে নতুন ওয়েবসাইটটি চালু করল তার নাম কী?





উঃ-Shipping Samvad’ ।





প্রঃ-৯৬ ফুট বাই ৬৪ ফুট পরিমাপ বিশিষ্ট এবং ৪৮ কেজি ওজন সমন্বিত পৃথিবীর সর্ববৃহৎ এবং সর্বোচ্চ ভারতীয় জাতীয় পতাকা কোথায় উত্তোলিত হল?





উঃ-হরিয়ানার ফরিদাবাদের টাউন পার্কে।





প্রঃ সম্প্রতি কোন্ রাজ্য সরকার আধার সংযুক্ত রেশন কার্ড সারা রাজ্য জুড়ে চালু করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে?





উঃ-মহারাষ্ট্র সরকার।





প্রঃ- নারীদের সুরক্ষা, কন্যাশিশুদের নিরাপত্তার বিষয়ে শ্রেষ্ঠ উপস্থাপনার জন্য কোন্ বলিউড অভিনেত্রী ন্যাশনাল ইনস্টিটিউট অফ জেন্ডার জাস্টিস থেকে উপযুক্ত সম্মানে ভূষিত হয়েছেন?





উঃ-রানি মুখার্জী।





প্রঃ ‘মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেওয়া আন্তর্জাতিক নারী সাহসিকতা পুরস্কার কোন তিনজন এশীয় মহিলা পেয়েছেন?–





উঃ-নীলোফার রহমানি (আফগানিস্তান), নাদিয়া সাহারমিন (বাংলাদেশ) ও তাবাসাম আদনান (পাকিস্তান)





প্রঃ দিল্লির নির্ভয়া কাণ্ডকে নিয়ে তৈরি করা তথ্যচিত্র ইন্ডিয়াজ ডটার এর পরিচালকের নাম কী?





উঃ-লেসলি উডউইন।





প্ৰঃ ইউ এস টি গ্লোবাল ৬ মার্চ মহিলাদের সুরক্ষার কথা ভেবে তিরুবন্তপূরম সিট পুলিশ কোন্ মোবাইল অ্যাপস চালু করেছে?





উঃ-অ্যাপ-আই-সেফ।





প্ৰঃ ৬ মার্চ ২০১৫ তারিখে নাসার প্রথম মহাকাশযান কোন বামন গ্রহের চারপাশে প্রদক্ষিণ সম্পূর্ণ করল?





উঃ-সেরেস।





প্রঃ ৮ মার্চ ২০১৫ সারা বিশ্বজুড়ে পালিত হওয়া আন্তর্জাতিক নারী দিবসের থিম কী ছিল?





উঃ-Make it Happen'





প্রঃ হরিয়ানার মুখ্যমন্ত্রী মনােহর লাল খট্টর কন্যাশিশুদের জন্য সম্প্রতি কোন প্রকল্প চালু করেছেন?





উঃ-আপকি বেটি, হামারি বেটি’





প্রঃ কোন্ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তার “Ramayana Mahanweshanam” কাব্যের জন্য ২০১৪ সালের সরস্বতী সম্মান’এর জন্য মনোনীত হয়েছেন?-





উঃ-এম বীরাপ্পা মইলি।





প্রঃ মহারাষ্ট্র সরকার কন্যাশিশুদের জন্য সুকন্যা স্কিম'-এর জায়গায় অন্য কোন প্রকল্প চালু করলেন?





উঃ-ভাগ্যশ্রী প্রকল্প।





প্রঃ-কৃষকদের বিভিন্ন বিষয়ে সাহায্য করার জন্য প্রথম “কিষাণ কল সেন্টার' (KCC) কোথায় চালু হয়?





উঃ-ত্রিপুরার আগরতলায়।





প্রঃ পড়াশোনার মানদণ্ডের বিচারে ‘ওয়ার্ল্ড রেপুটেশন র‍্যাঙ্কিং-২০১৫'-র সমীক্ষা অনুযায়ী সারা বিশ্বে প্রথম স্থানাধিকারী বিশ্ববিদ্যালয় কোনটি?





উঃ-হাভার্ড বিশ্ববিদ্যালয়।





প্রঃ সম্প্রতি কোথায় জাতির জনক মহাত্মা গান্ধির ব্রোঞ্জের মূর্তি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং ভারতীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি কর্তৃক উন্মোচিত হল?-





উঃ-লণ্ডনের সংসদ স্কোয়ার’-এ।





প্রঃ শক্তিশালী ঘূর্ণিঝড় ‘পাম’২০১৫ সালের ১৪ মার্চ কোথায় আছড়ে পড়েছিল, যার গতিবেগ ছিল ঘন্টায় ২৭০ কিলোমিটার ?–





উঃ-দক্ষিণ প্রশান্ত মহাসাগর অবস্থিত ভানুয়াতু তে।





প্রঃ-সম্প্রতি কোন্ সরকার পরবর্তী শিক্ষাবর্ষ থেকে গীতা’কে পাঠ্যসুচির অন্তর্ভুক্ত করা হবে বলে ঘোষণা করেছে?





উঃ-হরিয়ানা রাজ্য সরকার।





প্রঃ বিশ্বের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত বিমানের নাম কি?-





উঃ-‘সোলার ইম্পালস টু।





প্রঃ সম্প্রতি কেন্দ্রীয় রেলমন্ত্রক রেলের উন্নয়ন এবং রূপান্তরের জন্য কোন্ কাউন্সিল চালু করেছে?





উঃ-“Kaya Kalp Council' 





প্ৰঃ সম্প্রতি মহারাষ্ট্র সরকার স্বাধীনতা সংগ্রামী বাল-গঙ্গাধর তিলককে শ্রদ্ধা জানাতে গিরজাউম চাউ পট্টি অঞলের নতুন কী নাকরণ করল ?





উঃ-স্বরাজভূমি।





প্রঃ কোন ব্যক্তি ২০১৫ সালে কীর্তিচক্র পুরস্কারে ভূষিত হয়েছেন?





উঃ-ক্যাপটেন জয়দেব (প্যারাশুট রেজিমেন্ট)।





প্রঃ ২২ মার্চ ২০১৫ তারিখে সারা বিশ্বজুড়ে উৎসাহিত হওয়া ‘বিশ্ব জল দিবসের থিম কী ছিল?





উঃ-Water and Sustainable Development





প্রঃ কাকে কেন্দ্রীয় সরকার ‘হেপাটাইটিস-বি রোগের প্রচারাভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে নিযুক্ত করেছে?





উঃ-বলিউড মেগাস্টার আমিতাভ বচ্চন। 





প্ৰঃ ২৩ মার্চ ২০১৫ তারিখে সারা বিশ্বজুড়ে পালিত হওয়া বিশ্ব আবহাওয়া দিবসের থিম কী ছিল?





উঃ-Climate Knowledge of Climate Action.'





প্রঃ ২০১৫ সালে কে ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার’-এ ভূষিত হলেন?





উঃ-শশী





আরও পড়ুনঃ-Important Synonyms with Bengali meaning pdf-2021





👉প্রিয় ,বন্ধুরা দেশ এবং রাজ্যের গুরুত্বপূর্ণ সমস্ত পরীক্ষা যেমন UPSC, WBCS, SSC, PSC, RAIL, Primary & Upper Primary TET etc এর সঠিক ও Important Days and dates PDF এর মতো Quality Notes, Suggestion সম্পূর্ণভাবে Free তে পেতে আমাদের যত স্যোস্যাল মাধ্যম আছে প্রত্যেক জায়গায় যুক্ত হয়ে যান।





File NameLatest Current Affairs-2021
File FormatPDF
Size of File962KB
Quality of FileHIGH
Click On Download ButtonDownload
Latest Current Affairs-2021





👉বন্ধুদের প্রতি আবেদন :- প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা পুরো পোস্টটি পড়েবেন। যদি এই পোস্টটি হেল্পফুল বলে মনে হয়,তাহলে আপনাদের কাছে একান্ত অনুরোধ পোস্টটির লিংক নিজেদের টাইমলাইন,গ্রুপ,Whatsapp ইত্যাদিতে Share করুন।আর নীচের কমেন্ট বক্সে জানান কেমন লাগলো। অসংখ্য ধন্যবাদ।


>> আমাদের সঙ্গে যুক্ত হও <<





1.২২ মার্চ ২০১৫ তারিখে সারা বিশ্বজুড়ে উৎসাহিত হওয়া ‘বিশ্ব জল দিবসের থিম কী ছিল?

উঃ-Water and Sustainable Development

2.২০১৫ সালে কে ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার’-এ ভূষিত হলেন?

উঃ-শশী

3.কাকে কেন্দ্রীয় সরকার ‘হেপাটাইটিস-বি রোগের প্রচারাভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে নিযুক্ত করেছে?

উঃ-বলিউড মেগাস্টার আমিতাভ বচ্চন। 

4.সম্প্রতি কেন্দ্রীয় রেলমন্ত্রক রেলের উন্নয়ন এবং রূপান্তরের জন্য কোন্ কাউন্সিল চালু করেছে?

উঃ-“Kaya Kalp Council' 

5.শক্তিশালী ঘূর্ণিঝড় ‘পাম’২০১৫ সালের ১৪ মার্চ কোথায় আছড়ে পড়েছিল, যার গতিবেগ ছিল ঘন্টায় ২৭০ কিলোমিটার ?–

উঃ-দক্ষিণ প্রশান্ত মহাসাগর অবস্থিত ভানুয়াতু তে।

No comments:

Post a Comment