Latest Post

Thursday, October 14, 2021

[PDF] 300+ Bengali Proverbs List Download |বাংলা বাগধারা লিস্ট ডাউনলোড

[PDF] 300+Bengali Proverbs List Download|বাংলা বাগধারা লিস্ট ডাউনলোড

Bengali Proverbs List Download


👉প্রিয় বন্ধুরা আজকের এই পোস্টে 300+ Bengali Proverbs List Download লিঙ্ক দেওয়া হলো। Government Service Competitive Exam এর কথা মাথায় রেখে এই গুরুত্বপূর্ণ বাংলা বাগধারা গুলি সিলেক্ট করা হয়েছে। তাই নীচের ডাউনলোড অপশন থেকে এখনই ডাউনলোড করে নাও।





Bengali Proverbs List Download


শ্রীঘর – কারাগার।

ষাঁড়ের গোবর – অযোগ্য।  
ষোল আনা – পুরোপুরি।  

শত্রুর মুখে ছাই – কুদৃষ্টি এড়ানো।  

ঘোল করা - পুরোপুরি।  

সবুরে মেওয়া ফলে — ধৈর্যসুফল মিলে।

সরফরাজি করা – অযোগ্য ব্যক্তির চালাকি।

সাত খুন মাফ – অত্যধিক প্রশ্রয়।

সাত সতের = নানা রকমের।

সাপের ছুঁচো গেলা – অনিচ্ছায় বাধ্য হয়ে কাজ করা।

সেয়ানে সেয়ানে — চালাকে চালাকে।

সবে ধন নীলমণি – একমাত্র অবলম্বন।

সাতেও নয়, পাঁচেও নয় - নির্লিপ্ত)।  

সাপের পাঁচ পা দেখা - অহঙ্কারী হওয়া।

সোনায় সোহাগা – উপযুক্ত মিলন।

ঐ সাক্ষী গোপাল – নিষ্ক্রিয় দর্শক।  

হাটে হাঁড়ি ভাঙা – গোপন কথা প্রকাশ করা।

হাত টান – চুরির অভ্যাস।

হরি ঘোষের গোয়াল – বহু অপদার্থ ব্যক্তির সমাবেশ।

হস্তীমুখ – বুদ্ধিতে স্কুল।

হাড়ে দুর্বা গজানো – অন্যন্ত অলস হওয়া।

হাতুড়ে বদ্যি – আনাড়ি চিকিৎসক।

হোমরা চোমরা – গণ্যমান্য ব্যক্তি।

হাড় হাভাতে - হতভাগ্য।

হালে পানি পাওয়া – সুবিধা করা।


আরও ডাউনলোড করুনঃ- এক কথায় প্রকাশ PDF Download


ব্যাঙের আধুলি – সামান্য সম্পদ।

ভরাডুবি – সর্বনাশ।

ভাদ্র মাসের তাল – প্রচন্ড কিল। 

ভস্মে ঘি ঢালা – নিষ্ফল কাজ।

ভানুমতীর খেল – অবিশ্বাস্য ব্যাপার।

ভাল্লুকের জ্বর — ক্ষণস্থায়ী জ্বর।

ভাড়ে মা ভবানী – নিঃস্ব অবস্থা।

উঁই ফোড় – হঠাৎ গজিয়ে ওঠা।

ভিজে বিড়াল - কপটচারী।

মণিকাঞ্চন যোগ – উপযুক্ত মিলন।

মন না মতি - অস্থির মানব মন।

মড়াকান্না – উচ্চকণ্ঠে শোক প্রকাশ।

মিছরির ছুরি – মুখে মধু অন্তরে বিষ।

মুখ চুন হওয়া – লজ্জায় ম্লান হওয়া।

মুস্কিল আসান - নিষ্কৃতি।

মেনি মুখো – লাজুক।

মাকাল ফল – অন্তঃ সারশূন্য

মশা মারতে কামান দাগা - সামান্য কাজে বিরাট আয়োজন।  

মুখে ফুল চন্দন পড়া – শুভ সংবাদের জন্য ধন্যবাদ।

যক্ষের ধন – কৃপণের ধন।

যমের অরুচি – যে সহজে মরে না।

রত্ন প্রসবিনী – সুযোগ্য সন্তানের মা।

রাবনের চিতা – চির অশান্তি।

রাশভারি – গম্ভীর প্রকৃতির।

Bengali Proverbs List Download

রাজা উজির মারা – বাক্যবাগীসা।

রাবণের গুষ্টি – বড় পরিবার।

রাজ যোটক – উপযুক্ত মিলন।

রাহুর দশা – দুঃসময়।

লেফাপা দুরন্ত – বাইরের ঠাট বজায় রেখে চলেন যিনি।

লাল বাতি জ্বালা – দেউলিয়া হওয়া।

লেজে গোবরে – বিশৃঙ্খলা।

শকুনি মামা – কুটিল ব্যক্তি।

শাঁখের করাত – দুই দিকেই বিপদ।

শিখায় ওঠা – স্থগিত।

শরতের শিশির - সুসময়ের বন্ধু।

পগার পার – আয়ত্তের বাইরে পালিয়ে যাওয়া।

পটের বিবি – সুসজ্জিত।

পত্রপাঠ – অবিলম্বে।

পালের গোদা – দলপতি।

পাকা দানে মই – অনিষ্ট করা।

পাততাড়ি গুটানো – জিনিসপত্র গোটানো।

পাথরে পাঁচ কিল – সৌভাগ্য।

পুঁটি মাছের প্রাণ – যা সহজে মরে যায়।

পুরোনো কাসুন্দি ঘাঁটা – পুরানা প্রসঙ্গে কটাক্ষ করা।

পোঁ ধরা – অন্যকে দেখে একই কাজ করা।

পোয়া বারো - অতিরিক্ত সৌভাগ্য।

প্রমাদ গোনা – ভীত হওয়া।

সায়াভারি – অহঙ্কার।

Bengali Proverbs List Download

পরের মাথায় কাঁঠাল ভাঙা - অপরকে দিয়ে কাজ উদ্ধার।

পরের ধনে পোদ্দারি – অন্যের অর্থের যথেচ্ছ ব্যয়।

ফপর দালালি – অতিরিক্ত চালবাজি।

ফুলবাবু - বিলাসী।

ফেউ লাগা – আঠার মতো লেগে থাকা।

ফুলের ঘায়ে মুছা যাওয়া – অল্পে কাতর

ফোড়ন দেওয়া – টিপ্পনী কাটা।

বক ধার্মিক – ভণ্ড সাধু।

বইয়ের পোকা - খুব পড়ুয়া।

বগল বাজানো – আনন্দ প্রকাশ করা।

বজ্র আঁটুনি ফসকা গেরো - সহজে খুলে যায় এমন।

বসন্তের কোকিল – সুদিনের বন্ধু।

বিড়াল তপস্বী – ভণ্ড সাধু।

বর্ণচোরা আম - কপট ব্যক্তি।

বরাক্ষরে – অলক্ষুণে।

বাজারে কাটা – বিক্রি হওয়া।

বালির বাঁধ - অস্থায়ী বস্তু।

বাঁ হাতের ব্যাপার – ঘুষ গ্রহণ।

Bengali Proverbs List Download

বাহাত্তুরে - ধরা বার্ধক্যের কারণে কাণ্ডজ্ঞাণহীন।

বিদ্যার জাহাজ – অতিশয় পণ্ডিত।

বিশ বাঁও জলে – সাফল্যের অতীত।

বিনা মেঘে বজ্রপাত – আকস্মিক বিপদ।

ঢি ঢি পড়া – কলঙ্ক প্রচার হওয়া।

ঢিমে তাল – মন্থর।

তালকানা – বেতাল হওয়া।

তাসের ঘর – ক্ষণস্থায়ী।

তামার বিষ --- অর্থের কু প্রভাব।

তাল পাতার সেপাই - ক্ষীণজীবী।

তিলকে তাল করা - বাড়িয়ে বলা।

তুলসী বনের বাঘ – ভণ্ড।

তুলা ধুনা করা – উপযুক্ত জবাব দান।

তুষের আগুন – দীর্ঘস্থায়ী ও দুঃস্থ যন্ত্রণা।

তীর্থের কাক - প্রতীক্ষারত।

Bengali Proverbs List Download

থরহরি কম্প – ভীতির আতিশয্যে কঁপা।

এ দা-কুমড়া – ভীষণ শত্রুতা।

দহরম মহরম – ঘনিষ্ঠ সম্পর্ক।

দু মুখো সাপ – দুজনকে দু’রকম কথা বলে পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টিকারী।

দিনকে রাত করা – সত্যকে মিথ্যা করা।

দুধে ভাতে থাকা - খেয়ে পড়ে সুখে থাকা।

পেঁতো হাসি – কৃত্তিম হাসি।

দাদ নেওয়া – প্রতিশোধ নেওয়া।

দুকান কাটা – বেহায়া।

দুধের মাছি – সু সময়ের বন্ধু।

ধরাকে সরা জ্ঞান করা – সকলকে তুচ্ছ ভাবা।

ধড়াচূড়া - সাজপোশাক।

ধর্মের ষাঁড় – যথেচ্ছাচারী।

ধর্মের কল বাতাসে নড়ে - সত্য গোপন থাকে না।

ধরি মাছ না ছুঁই পানি – কৌশলে কার্যাদ্ধার।

ননীর পুতুল – শ্রমবিমুখ।

নাটের গুরু – মূল নায়ক।

নাড়ি নক্ষত্র – সব তথ্য।

নিমক হারাম – অকৃতজ্ঞ।

নিমরাজি – প্রায় রাজি।

নামকাটা সেপাই – কর্মচ্যুত ব্যক্তি।

Bengali Proverbs List Download

নথ নাড়া - গর্ব করা। নেই আঁকড়া – একগুয়ে।

নগদ নারায়ণ - কাচা টাকা।

নেপোয় মারে দই – ধূর্ত লোকের ফল প্রাপ্তি।

পটল তোলা – মারা যাওয়া। 

চোখের পর্দা – লজ্জা।

চোখ কপালে তোলা – বিস্মিত হওয়া।

চোখ টাটানো – ঈর্ষা করা।

চোখ ধুলো দেওয়া – প্রতারণা করা।

চোখের চামড়া – লজ্জা।

চশমখোর – চক্ষুলজ্জাহীন।

চোখের মণি – প্রিয়।

চামচিকের লাথি - নগণ্য ব্যক্তির কটুক্তি।

চিনির পুতুল – শ্রমকাতর।

চুনোপুটি – নগণ্য।

চুলোয় যাওয়া – ধ্বংস।

ছাপোষা - অত্যন্ত গরিব। 

ছাই ফেলতে ভাঙা কুলো – শেষ সম্বল।

ছেলের হাতের মোয়া – নগণ্য স্বার্থে দুর্নাম অর্জন।

ঝি কে মেরে বউ কে বোঝানো - একজনের মাধ্যমে দিয়ে অন্যজনকে শিক্ষাদান।

ঝোপ বুঝে কোপ মারা - সুযোগ মত কাজ করা।

Bengali Proverbs List Download

টনক নড়া – চৈতন্যোদয় হওয়া।

টাকার কুমির – ধনী ব্যক্তি।

টেকে গোঁজা – আত্মসাৎ করা।

টুপভুজঙ্গ – নেশায় বিভোর।

ঠাট বজায় রাখা – অভাব চাপা রাখা।

ঠোট কাটা – বেহায়া

ঠগ বাছতে গাঁ উজাড় - আদর্শহীনতার প্রাচুর্য।

ঠুটো জগন্নাত – অকর্মণ্য।

ডুমুরের ফুল – দুর্লভ বস্তু।

ডাকের সুন্দরী – খুবই সুন্দরী।

ডুমুরের ফুল – দুর্লভ।

ডান হাতের ব্যাপারে - খাওয়া।

ডামাডোল – গণ্ডগোল।

ঢাক ঢাক গুড় গুড় –গোপন রাখার চেষ্টা।

ঢাকের কাঠি – মোসাহেব, চাটুকার।

ঢাকের বাঁয়া – অপ্রয়োজনীয়।

চেঁকির কচকচি – বিরক্তিকর কথা।

ছক্কা পাঞ্জা - বড় বড় কথা বলা।

ছিচ কাদুনে – অল্পই কাদে এমন।

জগাখিচুড়ি পাকানো – গোলমাল বাধানো।

জিলাপির প্যাচ – কুটিলতা।

জলে কুমির ডাঙায় বাঘ – উভয় সঙ্কট।

ঝড়ো কাক – বিপর্যস্ত।

ঝকের কৈ – এক দলভুক্ত।

গণেশ উল্টানো - উঠে যাওয়া।

গলগ্রহ - পরের বোঝা স্বরূপ থাকা।

Bengali Proverbs List Download

গরজ বড় বালাই - প্রয়োজনে গুরুত্ব।

গরমা গরম – টাটকা।

গরিবের ঘোড়া রোগ - অবস্থার অতিরিক্ত অন্যায় ইচ্ছা।

জুতা মেরে গুরু দান – বড় ক্ষতি করে সামান্য ক্ষতিপূরণ।

গাছে কঁঠাল গোঁফে তেল – প্রাপ্তির আগেই আয়োজন।

গা ঢাকা দেওযা – রোমাঞ্চিত হওয়া।

গাছে তুলে মই কাড়া - সাহায্যের আশা দিয়ে সাহায্য না করা।

গায়ে ফু দিয়ে বেড়ানো – কোনো দায়িত্ব গ্রহণ না করা।

গুরু মারা বিদ্যা – যার কাছে শিক্ষা তারই উপর প্রয়োগ।

গোকুলের ষাঁড় – স্বেচ্ছাচারী লোক।

গোঁয়ার গোবিন্দ - নির্বোধ অথচ হঠকারী।

গোল্লায় যাওয়া – নষ্ট হওয়া।

গোবর গণেশ – মূর্খ।

গোলক ধাঁধা – আলস।

গোঁফ খেজুরে – দিশেহারা।

Bengali Proverbs List Download

গোড়ায় গলদ - শুরুতে ভুল।

গৌরচন্দ্রিকা – ভূমিকা।

গৌরীসেনের টাকা - বেহিসাবী অর্থ।

গুড়ে বালি - আশায় নৈরাশ্য।

ঘর ভাঙানো – সংসার বিনষ্ট করা।

ঘাটের মড়া — অতি বৃদ্ধ।

ঘোড়া রোগ – সাধ্যের অতিরিক্ত সাধ।

ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া – মধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করা।

ঘোড়ার ঘাস কাটা – অকাজে সময় নষ্ট করা।

ঘোড়ার ডিম – অবাস্তব।

ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো – নিজ খরচে পরের বেগার খাটা।

ঘটিরাম – অনাড়ি হাকিম।

চক্ষুদান করা – চুরি করা।

চর্বিত চর্বণ – পুণরাবৃত্তি।

চাঁদের হাট – আনন্দের প্রাচুর্য।

চিনির বলদ –ভারবাহী কিন্তু ফল লাভের অংশীদার নয়।

চোখের বালি – চক্ষুশূল।

ওষুধে ধরা - প্রার্থিত ফল পাওয়।

কচু পোড়া – অখাদ্য।

Bengali Proverbs List Download

কচ্ছপের কামড় – যা সহজে ছাড়ে না।

কলম পেষা – কেরানিগিরি।

কলুর বলদ – এক টানা খাটুনি।

কথার কথা – গুরুত্বহীন কথা ।

কাঁঠালের আমসত্ত্ব – অসম্ভব

কাকতাল/কাকতালীয় – আকস্মিক ঘটনা।

কপাল ফেরা - সৌভাগ্য লাভ।

কত ধানে কত চাল – হিসেব করে চলা।

কড়ায় গণ্ডায় – পুরোপুরি।

কান খাড়া করা - মনোযোগ হওয়া।

কানকাটা – নির্লজ্জ।

কান ভাঙানো – কুপরামর্শ দান।

কান ভারি করা – কুপরামর্শ দান।

কাপুড়ে বাবু – বাহ্যিক সাজ ।

কেউ কেটা – গণ্যমান্য।

কেঁচে গুণ্ডুষ – পূণর্বার আরম্ভ

কেঁচো খুড়তে সাপ -- বিপদজনক পরিস্থিতি।

কই মাছের প্রাণ – যা সহজে মরে না।

কুঁড়ের বাদশা - খুব অলস।

কেতা দুরস্ত – পরিপাটি।

কাছা আলগা - অসাবধান।

Bengali Proverbs List Download

কাঁচা পয়সা - নগদ উপার্জন।

কূপমণ্ডুক – সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন।

কেতা দুরস্ত – পরিপাটি।

কাঠের পুতুল – নির্জীব বস্তু।

কথায় চিড়ে ভেজা – ফাকা বুলিতে কার্যসাধন।

কান পাতলা - সহজেই বিশ্বাসপ্রবণ।

কাছা ঢিলা - অসাবধান।

কুল কাঠের আগুন - তীব্র জ্বালা।

কেঁচো খুড়তে সাপ – সামান্য থেকে অসামান্য পরিস্থিতি।

কেউ কেটা – সামান্য।

কেঁচো গণ্ডুষ - পুনরায়, আরম্ভ।

খয়ের খাঁ – চাটুকার।

খণ্ড প্রলয় – ভীষণ ব্যাপার।

খাল কেটে কুমির আনা – বিপদ ডেকে আনা।

গড্ডলিকা প্রবাহ --- অন্ধ অনুকরণ।

গদাই লস্করির চাল – অতি ধীর গতি

Bengali Proverbs List Download

আকাশের চাঁদ – আকাঙ্ক্ষিত বস্তু।

আগুনে ঘি ঢালা – রাগ বাড়ানো।  

আঙুল ফুলে কলাগাছ – অপ্রত্যাশিত ধনলাভ।

আঠারো আনা – সমুহ সম্ভাবনা।

আদায় কঁচকলায় – তিক্ত সম্পর্ক।

আহ্লাদে আটখানা – খুব খুশি

আক্কেল সেলামি - নির্বুদ্ধিতার দণ্ড।

আঙুল ফুলে কলাগাছ – হঠাৎ বড়লোক হওয়া।

আদা জল খেয়ে লাগা - প্রাণপণ চেষ্টা করা।

আক্কেল গুড়ুম – হতবুদ্ধি।

আকাশ ভেঙে পড়া – ভীষণ বিপদে পড়া।

আমতা আমতা করা – ইতস্তত করা।

আটকপালে – হতভাগ্য।

আঠারো মাসের বছর - দীর্ঘসূত্রিতা।

আলালের ঘরের দুলাল - অতি আদরে নষ্ট পুত্র।

আকাশে তোলা – অতিরিক্ত প্রশংসা করা।

ইদুর কপালে – নিতান্ত মন্দভাগ্য।

ইঁচড়ে পাকা – অকালপক্ক।

ইতর বিশেষ – পার্থক্য।

উত্তম মধ্যম – প্রহার।

উড়নচন্ডী – অমিতব্যয়ী।

উভয় সংকট – দুই দিকেই বিপদ।

উলু বনে মুক্ত ছড়ানো – অপাত্রে মূল্যবাণ দ্রব্য প্রদান।

উড়ো চিঠি – বেনামি পত্র।

উড়ে এসে জুড়ে বসা - অনধিকারীর অধিকার।

উজানে কৈ – সহজলভ্য।

ঊনপাঁজুড়ে – অপদার্থ।

ঊনপঞ্চাশ বায়ু – পাগলামি।

এক চোখা – পক্ষপাতিত্ব।

Bengali Proverbs List Download

এক মাঘে শীত যায় না - বিপদ এক বারই আসে না।

এলোপাথাড়ি – বিশৃঙ্খলা।

এসপার ওসপার - মীমাংসা।

একাদশে বৃহস্পতি-সৌভাগ্যের বিষয়।

এক বনে দুই বাঘ - প্রবল প্রতিদ্বন্দ্বী।

এক ক্ষুরে মাথা মুড়ানো একই দলভুক্ত।

এলাহি কাণ্ড – বিরাট আয়োজন।

ওজন বুঝে চলা – অবস্থা বুঝে চলা।

বাড়াবাড়ি করা –স্পর্ধা দেখানো।

এক তিল দাঁড়ানো – একটুখানি দাঁড়ানো।

মগজ দৌড়ানো – বুদ্ধি শানানো।

তুলো ধুনো হওয়া – প্রকাশ্য প্রতারণা ও মিথ্যাচার।

কলা দেখানো - (আলংকারিক) ফাঁকি দেওয়া।

মগের মুলুক – অরাজকতা।

মাথায় খুন চড়া – ভীষণ রেণে যাওয়া।

চোখ টেপা – ইশারা করা।

অক্কা পাওয়া – মারা যাওয়া।

Bengali Proverbs List Download

অগস্ত্য যাত্রা -- চির দিনের জন্য প্রস্থান।

অগাধ জলের মাছ – সুচতুর ব্যক্তি।

অন্ধের যষ্ঠি - একমাত্র অবলম্বন।

অগ্নিপরীক্ষা – কঠিন পরীক্ষা

অগ্নিশর্মা – ক্ষিপ্ত।

অগাধ জলের মাছ – খুব চালাক।

অতি চালাকের গলায় দড়ি - বেশি চাতুর্যের পরিণাম।

অতি লোভে তাঁতি নষ্ট – লোভে ক্ষতি।

অদৃষ্টের পরিহাস – বিধির বিড়ম্বনা।

অর্ধচন্দ্র দেওয়া – গলা ধাক্কা দিয়ে দেয়া।

অষ্টরম্ভা – ফাঁকি।

অথৈ জলে পড়া – খুব বিপদে পড়া।

অন্ধকারে ঢিল মারা - আন্দাজে কাজ করা।

অকুল পাথার – ভীষণ বিপদ।

অনুরোধে টেকি গেলা – অনুরোধে দূরূহ কাজ সম্পন্ন করতে সম্মতি দেওয়া।

অদৃষ্টের পরিহাস – ভাগ্যের নিষ্ঠুরতা।

অল্পবিদ্যা ভয়ংকরী – সামান্য বিদ্যার অহংকার।

অনধিকার চর্চা – সীমার বাইরে পদক্ষেপ।

অরণ্যে রোদন – নিষ্ফল আবেদন।

Bengali Proverbs List Download

অহিনকুল সম্বন্ধ – ভীষণ শুক্রতা।

অন্ধকার দেখা – দিশেহারা হয়ে পড়া।

অমাবস্যার চাদ – দুর্লভ বস্তু।

আকাশ পাতাল (প্রভেদ) – প্রচুর ব্যবধান।

কানাকানি - গোপন পরামর্শ।

চোখে আঙুল দিয়ে দেখানো – প্রত্যক্ষ প্রমাণ দিয়ে, বুঝিয়ে দেওয়া বা সন্দেহ দূর করা।

মন পাওয়া – সম্মতি বা প্রীতি লাভ করা।

ঢাক পেটানো – সগর্বে প্রচার করা।

মাথা হেট হওয়া - অপমানিত বা লজ্জিত হওয়া।

আকাশ ভাঙ্গিয়া পড়া - আকস্মিক বিপদে দিশেহারা হয়ে যাওয়া।

মাথা খাওয়া – বিগড়ে দেওয়া।

চুলায় দেওয়া – গোল্লায় যেতে দেওয়া।

কানায় কানায় ভরিয়া ওঠা – পুরোপুরি ভরা।

লজ্জার মাথা খাওয়া - নির্লজ্জের মত আচরণ করা।

বুক ফাটিয়া যাওয়া শোকে হৃদয় বিদীর্ণ হওয়া।

রসাতলে গমন – অধঃপাতে যাওয়া।

উপরি পাওয়া – বাড়তি আয়/উপার্জন।

আকাশ পাতাল প্রভেদ – বিস্তর পার্থক্য।

দা কুমড়া সম্বন্ধ – নিদারুণ শত্রুতার সম্পর্ক।

লাভের অঙ্কে শূন্য – ফলাফল একেবারেই লাভজনক না হওয়া।

কাঁটা দেওয়ান - বাধা সৃষ্টি করা।

বুক ফাটা – হৃদয় বিদারক।

Bengali Proverbs List Download

অকাল কুষ্মন্ড – অকর্মণ্য, অকেজো।

পঞ্চমুখ – প্রশংসামুখর হওয়া।

নাছোড়বান্দা - উদ্দেশ্য হাসিলের জন্য মরিয়া হয়ে পিছু লেগে থাকে এমন লোক।

দোহাই মানা – নজির দেখানা।

পাথর হয়ে যাওয়া – স্তব্ধ হয়ে পড়া।

পাক ধরা – পেকে যাওয়া, চুল দাড়ি ইত্যাদি সাদা হতে শুরু করা।





👉প্রিয় ,বন্ধুরা দেশ এবং রাজ্যের গুরুত্বপূর্ণ সমস্ত পরীক্ষা যেমন UPSC, WBCS, SSC, PSC, RAIL, Primary & Upper Primary TET etc এর সঠিক ও Important Days and dates PDF এর মতো Quality Notes, Suggestion সম্পূর্ণভাবে Free তে পেতে আমাদের যত স্যোস্যাল মাধ্যম আছে প্রত্যেক জায়গায় যুক্ত হয়ে যান।




সম্পূর্ণ PDF টি ডাউনলোড করো 


File NameBengali Proverbs List Download
File FormatPDF
Size of File671KB
Quality of FileHIGH
Click On Download ButtonDownload
Bengali Proverbs List Download





বন্ধুদের প্রতি আবেদন :- প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা পুরো পোস্টটি পড়েবেন। যদি এই পোস্টটি হেল্পফুল বলে মনে হয়,তাহলে আপনাদের কাছে একান্ত অনুরোধ পোস্টটির লিংক নিজেদের টাইমলাইন,গ্রুপ,Whatsapp ইত্যাদিতে Share করুন।আর নীচের কমেন্ট বক্সে জানান কেমন লাগলো। অসংখ্য ধন্যবাদ।

>> আমাদের সঙ্গে যুক্ত হও <<






No comments:

Post a Comment