Latest Post

Showing posts with label GK. Show all posts
Showing posts with label GK. Show all posts

Thursday, June 8, 2023

June 08, 2023

Highest Place in the World | | পৃথিবীর উচ্চতম দীর্ঘতম বৃহত্তম স্থান-PDF 2023

Highest Place in the World PDF||পৃথিবীর উচ্চতম দীর্ঘতম বৃহত্তম স্থান 

Highest Place in the World


প্রিয় বন্ধুরা আজকের এই পোস্টে আমরা কিছু স্থানের সাথে পরিচিত হবো যেগুলি Highest Place in the World । প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই Note টি খুবই গুরুত্বপূর্ণ । Government Service যেমন WBCS,UPSC,PSC,SSC এবং রাজ্যের Group C,D তে ভালো ফল করার জন্য আজকের এই 'পৃথিবীর উচ্চতম দীর্ঘতম বৃহত্তম স্থান' নামক পোস্ট টি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ করবো।

June 08, 2023

100+ Most Important Animal's Scientific Name Download || বিভিন্ন প্রাণীর বৈজ্ঞানিক নাম PDF

100+ Most Important Animal's Scientific Name Download || বিভিন্ন প্রাণীর বৈজ্ঞানিক নাম PDF



প্রিয় বন্ধুরা আজকের এই পোস্টে Most Important Animal's Scientific Name Download লিঙ্ক দেওয়া হলো। Government Service Competitive Exam এর কথা মাথায় রেখে এই গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুলি সিলেক্ট করা হয়েছে। তাই নীচের ডাউনলোড অপশন থেকে এখনই ডাউনলোড করে নাও।



100+ Most Important Animal's Scientific Name Download

০১। মানুষ — Homo sapiens

০২। গরু — Boss indica

০৩। ছাগল — Capra hircus

০৬। খরগোশ — Oryctolagus cuniculus

০৫। বিড়াল — Felis catus

০৪। ইঁদুর — Bandicota benglalensis

০৭। সিংহ — Panthera leo

০৮। রয়েল বেঙ্গল টাইগার — Panthera tigris

১০। মাছি — Musca domestica

০৯। মশা — Culex pipiens

১২। টিকটিকি — Hemidactylus brookii

১১। আরশোলা — Periplaneta americana

১৩। মৌমাছি — Apis indica

১৫। কুনোব্যাঙ — Bufo/Duttaphrynus melanostictus

১৪। প্রজাপতি — Pieris brassicae

১৬। গোখরা সাপ — Naja naja

১৮। কুমির — Crocodylus niloticus

১৭। কচ্ছপ — Lessemys punctata

১৯। কলেরা জীবাণু — Vibrio cholera

২০। ম্যালেরিয়া জীবাণু—Plasomodium vivax

২১। ইলিশ — Tenualosa illisha

২২। রুই — Labeo rohita

২৩। কাতলা — Catla catla

২৪। কই — Anabas testudineus

২৫। টাকি — Channa punctatus

২৬। মহাশোল — Tor tor

২৭। বোয়াল — Wallago attu

২৮।বাগদা চিংড়ি — penaeus monodon

২৯। গলদা চিংড়ি — Macrobrachium rosenbergii

৩০। চিংড়ি — Macrobrachium malcolmsonii

৩২। কবুতর — Columba livia

৩১। দোয়েল — Copsychus saularis

৩৩। চড়ুই — Passer dometicus

৩৪। ময়ূর — Pavo cristatus

৩৫। শামুক — Pila globosa

৩৬। কেঁচো — Metaphira posthuma

৩৭। ঝিনুক — Lamellidens marginalis

৩৮। ফিতাকৃমি — Taenia solium

৩৯। গোলকৃমি — Ascaris lumbricoides

৪০। চোখ কৃমি — Loa loa

৪১। কাঁকড়া — Carcinus manius

100+ Most Important Animal's Scientific Name Download

৪২। ধান — Oryza sativa

৪৩। গম — Triticum aestivum

৪৪। ভুট্টা — Zea mays

৪৫। গোল আলু — Solanum tuberosum

৪৬। পিঁয়াজ — Allium cepa

৪৭। আদা — Zingiber officinale

৪৮। রসুন — Allium sativum

৪৯। হলুদ — Curcuma domestica

৫০। মসুর — Lens culinaris

৫১। সরিষা — Brassica napus

৫২। ছোলা — Cicer arietinum

৫৩। মোটর — Pisum sativum

৫৪। শীম — Lablab purpurius

৫৫। খেসারী — Lathyrus sativus

৫৬। সয়াবিন — Glycine max

৫৭। তিল — Sesamum indicum

৫৮। মুলা — Raphanus sativus

৫৯। পুঁইশাক — Basella alba

৬০। শসা — Cucumis sativus

৬১। লাউ — Lagenaria vulgaris

৬২। বেগুন — Solanum melongena

৬৩। বাঁধাকপি — Brassica oleracea

৬৪। টমেটো — Lycopersicon esculentum

৬৫। তেজপাতা — Cinnamomum tamala

৬৬। আম — Mangifera indica

৬৭। জাম — Syzygium cumini

৬৮। কাঁঠাল — Artocarpus heterophyllus

৬৯। কলা — Musa sapientum

৭০। লিচু — Litchi chinensis

৭১। নারকেল — Cocos nucifera

৭২। আনারস — Ananas comosus

৭৩। পেয়ারা — Psidium guajava

৭৪। বেল — Aegle marmelos

৭৫। কুল/বরই — Zizyphus mauritiana

৭৬। পেঁপে — Carica papaya

৭৭। কফি — Coffea arabica

৭৮। চা — Camellia sinensis

৭৯। তামাক — Nicotiana tabacum

৮০। পাট — Corchorus capsularis

৮১। সেগুন — Tectona grandis

৮২। শাল/গজারি — Shorea robusta

৮৩। সুন্দরী — Heritiera fomes

৮৪। মেহগনি — Swietenia mahagoni

৮৫। শিশু — Dulbergia sissoo

৮৬। বাসক — Adhatoda vasica

৮৭। থানকুনি — Centella asiatica

৮৮। তুলসী — Ocimum sanctum

৮৯। চাপালিশ — Artocarpus chaplasha

৯০। কালমেঘ — Andrographis paniculata

৯১। নিম — Melia azadirachta

৯২। গাঁদা — Tagetes erecta

৯৩। জবা — Hibiscus rosa-sinensis

৯৪। পদ্মফুল — Nelumbo nucifera

৯৫। শাপলা — Nymphaea nouchali

৯৬। রঙ্গন — Ixora coccinea

৯৭। রজনীগন্ধা — Polianthes­ tuberosa

৯৮। গন্ধরাজ — Gardenia jasminodes

৯৯। সূর্যমুখী — Helianthus annuus

১০০। কৃষ্ণচূড়া — Delonix regia





👉 আরও ডাউনলোড করুনঃ- বাংলা বাগধারা লিস্ট ডাউনলোড





👉 প্রিয় ,বন্ধুরা দেশ এবং রাজ্যের গুরুত্বপূর্ণ সমস্ত পরীক্ষা যেমন UPSC, WBCS, SSC, PSC, RAIL, Primary & Upper Primary TET etc এর সঠিক ও Important Days and dates PDF এর মতো Quality Notes, Suggestion সম্পূর্ণভাবে Free তে পেতে আমাদের যত স্যোস্যাল মাধ্যম আছে প্রত্যেক জায়গায় যুক্ত হয়ে যান।

সম্পূর্ণ PDF টি ডাউনলোড করো 



File Name100+ Most Important Animal's Scientific Name Download
File FormatPDF
Size of File671KB
Quality of FileHIGH
Click On Download Button  Download
100+ Most Important Animal's Scientific Name Download





>>আমাদের সঙ্গে যুক্ত হন<<


>> আমাদের সঙ্গে যুক্ত হও <<




​


Thursday, October 14, 2021

October 14, 2021

[PDF] 300+ Bengali Proverbs List Download |বাংলা বাগধারা লিস্ট ডাউনলোড

[PDF] 300+Bengali Proverbs List Download|বাংলা বাগধারা লিস্ট ডাউনলোড

Bengali Proverbs List Download


👉প্রিয় বন্ধুরা আজকের এই পোস্টে 300+ Bengali Proverbs List Download লিঙ্ক দেওয়া হলো। Government Service Competitive Exam এর কথা মাথায় রেখে এই গুরুত্বপূর্ণ বাংলা বাগধারা গুলি সিলেক্ট করা হয়েছে। তাই নীচের ডাউনলোড অপশন থেকে এখনই ডাউনলোড করে নাও।

Tuesday, September 28, 2021

September 28, 2021

250+ One Word Substitution 2021 | এক কথায় প্রকাশ PDF Download

250+ One Word Substitution 2021 | এক কথায় প্রকাশ PDF Download



প্রিয় বন্ধুরা আজকের এই পোস্টে বাংলা 250+ One Word Substitution লিষ্ট দেওয়া হলো। বিগত প্রাইমারি,গ্রাম পঞ্চায়েত,জজ কোর্ট ইত্যাদি পরীক্ষায় এসেছিল। আগামী সমস্ত রকম সরকারী চাকরীর পরীক্ষায় আসার সম্ভবনা প্রবল। তাই দেখে নাও এবং নীচের ডাউনলোড বোতামে ক্লিক করে PDF টি ডাউনলোড করে নাও।

Tuesday, August 31, 2021

August 31, 2021

Opposite Words Download for Jobs | ৫০০+ বিপরীত শব্দ PDF-2021

Opposite Words Download for Jobs | ৫০০+ বিপরীত শব্দ PDF-2021



প্রিয় বন্ধুরা এই নির্দিষ্ট পোস্টে আমরা ৫০০ এর বেশি Opposite Words Download বা বিপরীত শব্দ দেখবো এবং যার PDF টি ডাউনলোড করার জন্য অনুরোধ করছি। বাছাই করা এই Opposite Words বা বিপরীত শব্দ এর তালিকা তোমাদের পরবর্তী সমস্ত সরকারী চাকরীর পরীক্ষায় খুবি উপকারে আসবে। সুতরাং প্রত্যেকটা শব্দের বিপরীত শব্দ গুলো দেখো।



Opposite Words Download for Jobs





  • boy – girl
  • brave– cowardly
  • break – fix
  • broad – narrow
  • brother – sister
  • build – destroy
  • busy – lazy
  • buy – sell
  • calm – excited
  • careful – careless
  • careless – careful
  • catch – miss
  • ceiling – floor
  • cellar – attic
  • centre – outskirts
  • certainly – probably
  • changeable – constant
  • cheap – expensive
  • child – adult
  • children – parents
  • clean – dirty
  • clear – cloudy
  • clever – stupid
  • close – open
  • closed – open
  • cloudy – clear
  • cold – hot
  • cold – heat
  • come – go
  • comedy – drama
  • complicated – simple
  • compliment – insult
  • compulsory – voluntary

Opposite Words





  • connect – separate
  • consonant – vowel
  • constant – changeable
  • cry – laugh
  • damage – repair
  • danger – security
  • dangerous – safe
  • dark – light
  • daughter – son
  • dawn – dusk
  • day – night
  • dead – alive
  • death – birth
  • deep – shallow
  • defeat – victory
  • defence – attack
  • defend – attack
  • delicious – awful
  • deny – admit
  • depart – arrive
  • departure – arrival
  • descendant – ancestor
  • descent – ascent
  • desperate – hopeful
  • destroy – build
  • destruction – construction
  • devil – angel
  • dictatorship – republic
  • die – live
  • emigrate – immigrate
  • emigration – immigration
  • empty – full
  • end – begin
  • end – beginning
  • ending – beginning
  • enemy – friend
  • enjoy – hate
  • enter – leave
  • entrance – exit

বিপরীত শব্দ





  • equal – different
  • even – odd
  • evening – morning
  • everybody – nobody
  • everything – nothing
  • find – lose
  • finish – begin
  • finish – start
  • first – final
  • fix – break
  • flat – hilly
  • floor – ceiling
  • follow – lead
  • forbid – allow
  • for – against
  • foreground – background
  • foreign – domestic
  • foreigner – native
  • forget – remember
  • form – destroy
  • fortune – bad luck
  • forward – backward
  • free – arrest
  • freeze – melt
  • frequently – occasionally
  • fresh – old/stale
  • friend – enemy
  • front – rear
  • in front of – back
  • full – empty
  • funny – serious
  • future – past
  • general – particular
  • generous – mean
  • gentle – violent
  • gentleman – lady
  • giant – tiny
  • girl – boy
  • give – take
  • go – come
  • good – bad
  • grown-up – child
  • guest – host
  • guilty – innocent
  • happiness – sadness
  • happy – sad
  • handsome – ugly
  • hard – easy
  • harvest – plant
  • hate – enjoy
  • health – disease
  • healthy – ill
  • heat – cold
  • heaven – hell
  • heavy – light
  • hell – heaven
  • land – water
  • large – small
  • last – first
  • late – early
  • laugh – cry
  • lazy – active
  • lead – follow
  • learn – teach
  • leave – arrive
  • left – right
  • lend – borrow
  • less – more
  • let – forbid
  • lie – stand
  • life – death
  • light – dark
  • light – heavy
  • like – hate
  • liquid – solid
  • little – big
  • little – much
  • live – die
  • long – short
  • lose – win
  • loser – winner
  • loud – quiet
  • love – hate
  • lovely – terrible
  • low – high
  • lower – raise
  • bad luck – good luck
  • good luck – bad luck
  • major – minor
  • married – divorced
  • marry – divorce
  • master – servant
  • maximum – minimum
  • mean – generous
  • melt – freeze
  • men – women
  • mend – break
  • mess – order
  • midnight – noon
  • minimum – maximum
  • minor – major
  • miss – hit
  • miss – catch
  • moderate – extreme
  • modern – ancient
  • monarchy – republic
  • moon – sun
  • more – less
  • morning – evening
  • mountain – valley
  • much – little
  • narrow – broad
  • nasty – nice
  • native – foreigner
  • natural – artificial
  • near – distant
  • negative – affirmative
  • nephew – niece
  • never – always
  • new – ancient
  • nice – awful
  • niece – nephew
  • night – day
  • no – yes
  • odd – even
  • off – on
  • often – seldom
  • old – modern
  • on – off
  • open – closed
  • open – closed
  • opponent – supporter
  • order – mess
  • ordinary – special
  • other – same
  • out – in
  • outside – inside
  • outskirts – centre
  • over – under
  • parents – children
  • part – whole
  • partial – total
  • particular – general
  • pass – fail
  • past – future
  • peace – war
  • permit – forbid
  • plant – harvest
  • plenty – lack
  • pleasant – awful
  • polite – rude
  • poor – rich
  • poverty – wealth
  • powerful – weak
  • presence – absence
  • present – past
  • pretty – ugly
  • private – public
  • probably – certainly
  • professional – amateur
  • protect – attack
  • protection – attack
  • public – private
  • pull – push
  • pupil – teacher
  • push – pull
  • question – answer
  • quick – slow
  • quiet – loud
  • raise – lower
  • rainy – sunny
  • rear – front
  • receive – send
  • reduce – increase
  • refuse – agree
  • regret – satisfaction
  • remember – forget
  • repair – damage
  • reply – ask
  • reply – question
  • republic – dictatorship
  • rest – work
  • rich – poor
  • right – left
  • rural – urban
  • sad – happy
  • sadness – happiness
  • safe – dangerous
  • safety – danger
  • salt – sugar
  • same – different
  • satisfaction – regret
  • satisfy – annoy
  • save – spend
  • scream – whisper
  • security – danger
  • seldom – often
  • sell – buy
  • send – receive
  • senior – junior
  • separate – connect
  • serious – funny
  • servant – master
  • set free – arrest
  • shallow – deep
  • sharp – blunt
  • shelter – exposure
  • short – long
  • shout – whisper
  • shut – open
  • sick – healthy
  • silent – noisy
  • silly – intelligent
  • simple – complicated
  • sink – rise



সম্পূর্ণ PDF টি ডাউনলোড করো


File NameOpposite Words Download
File FormatPDF
Size of File620KB
Quality of FileHIGH
Click On Download ButtonDownload
Opposite Words Download





>>আমাদের সঙ্গে যুক্ত হন<<









আরও পড়ুনঃ-Important Synonyms with Bengali meaning pdf-2021





👉প্রিয় ,বন্ধুরা দেশ এবং রাজ্যের গুরুত্বপূর্ণ সমস্ত পরীক্ষা যেমন UPSC, WBCS, SSC, PSC, RAIL, Primary & Upper Primary TET etc এর সঠিক ও Important Days and dates PDF এর মতো Quality Notes, Suggestion সম্পূর্ণভাবে Free তে পেতে আমাদের যত স্যোস্যাল মাধ্যম আছে প্রত্যেক জায়গায় যুক্ত হয়ে যান।





⇒ বন্ধুদের প্রতি আবেদন :- প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা পুরো পোস্টটি পড়েবেন। যদি এই পোস্টটি হেল্পফুল বলে মনে হয়,তাহলে আপনাদের কাছে একান্ত অনুরোধ পোস্টটির লিংক নিজেদের টাইমলাইন,গ্রুপ,Whatsapp ইত্যাদিতে Share করুন।আর নীচের কমেন্ট বক্সে জানান কেমন লাগলো। অসংখ্য ধন্যবাদ।





1. What is the opposite word of Sell?

A. The opposite word of Sell is Buy.

2. What is the opposite word of Simple?

A. The opposite word of Simple is Complicated.

3. What is the opposite word of Salt?

A. The opposite word of Salt is Sugar.

4. What is the opposite word of Rainy?

A. The opposite word of Rainy is Sunny.

5. What is the opposite word of Quick?

A. The opposite word of Quick is Slow.

Wednesday, August 18, 2021

August 18, 2021

Poets Writers and Their Works-2021|কবি সাহিত্যিক ও তাঁদের রচনা সংক্রান্ত PDF

Poets Writers and Their Works-2021|কবি সাহিত্যিক ও তাঁদের রচনা সংক্রান্ত PDF



👉আজকের এই পোস্টে কিছু Poets Writers and Their Works বাংলা সাহিত্যের কবি সাহিত্যিক ও তাঁদের রচনা সংক্রান্ত PDF তোমাদের সাথে Share করছি। ৭০ এর বেশি এই পিডিএফ টি তোমাদের খুবই কাজে আসবে। Competitive Exam এর জন্য আজকের এই Best পোস্ট টি খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ পোস্টটি পড়ার পর নীচে DOWNLOAD অপশন এর উপর ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো।




Poets Writers and Their Works-2021|কবি সাহিত্যিক ও তাঁদের রচনা সংক্রান্ত PDF





১। রবীন্দ্রনাথ ঠাকুর - মানসী, সোনার তরী,নৈবেদ্য, গীতালি, গীতিমাল্য, গীতাঞ্জলি, শ্যামলী, চিত্রা। সম্পাদিত পত্রিকা-ভারতী, সাধনা, 





২। দ্বিজেন্দ্রলাল রায় - চন্দ্রগুপ্ত, মেবারপতন, সাজাহান, প্রতাপসিংহ, পাষাণী, কল্কি অবতার।





৩। কামিনী রায় - অশোক সংগীত, মাল্য ও নির্মাল্য, গুঞ্জন (নাট্যকাব্য)।





৪। যতীন্দ্রমোহন বাগচি - রেখা, অপরাজিতা, জাগরণী (কাব্য)। সম্পাদিত পত্রিকা–পূর্বাচল ।





৫। সত্যেন্দ্রনাথ দত্ত - বেণু ও বীণা, কুহু ও কেকা, বেলা শেষের গান।





৬। কুমুদরঞ্জন মল্লিক - উজানি, বনতুলসি, স্বারাবতী (নাটক)। 





৭। যতীন্দ্রনাথ সেনগুপ্ত - মরীচিকা, মরুশিখা, নিশান্তিকা, ছবি। 





৮। সুকুমার রায় - আবোল-তাবোল, খাই খাই, হ-য-ব-র-ল, চলচ্চিত্ত চঞ্চরী। 





৯। মোহিতলাল মজুমদার - দেবেন্দ্রমঙ্গল, হেমন্ত গোধুলি (কাব্য), শ্রীমধুসূদন। 





১০। কাজী নজরুল ইসলাম - অগ্নিবীণা, বিষের বাঁশি, সন্ধ্যা (কাব্য), সর্বহারা, ছায়ানট । সম্পাদিত পত্রিকা–ধূমকেতু।





কবি সাহিত্যিক ও তাঁদের রচনা সংক্রান্ত PDF





১১। জীবনানন্দ দাশ - রূপসী বাংলা, বনলতা সেন, ধূসর পাণ্ডুলিপি, ঝরা পালক, সুতীর্থ (আখ্যান)। 





১২। জসীমউদ্দীন - নকশী কাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট, বেদের মেয়ে (গীতিনাট্য), ধানক্ষেত (কাব্য) 





১৩। প্রেমেন্দ্র মিত্র - প্রথমা, ফেরারি ফৌজ।





১৪। অন্নদাশঙ্কর রায় - উড়কি ধানের মুড়কি, রাঙা ধানের খৈ, অজ্ঞাতবাস। অপসারণ (উপন্যাস)।





১৫। বুদ্ধদেব বসু - মর্মবাণী, বন্দীর বন্দনা, দময়ন্তী, বসন্তের উত্তর (কাব্য)। 





১৬। বিমল ঘোষ - ছায়াপথ, জীবন ও রাত্রি, বিশ্বশান্তি (কাব্য)। 





১৭। সুভাষ মুখোপাধ্যায় - পদাতিক, চিরকূট, ফুল ফুটুক, কাল মধুমাস। 





১৮। নীরেন্দ্রনাথ চক্রবর্তী - উলঙ্গ রাজা, নীল নির্জন, কলকাতার যীশু।





১৯। সুকান্ত ভট্টাচার্য - ছাড়পত্র, অভিযান, মিঠেকড়া, ঘুম নেই।





২০। শামসুর রহমান - দ্বিতীয় মৃত্যুর আগে, বিধ্বস্ত নীলিমা, নিজ বাসভূমে।





কবি সাহিত্যিক ও তাঁদের রচনা সংক্রান্ত PDF





২১। শঙ্খ ঘোষ - দিনগুলি রাতগুলি, বাবরের প্রার্থনা, মূর্খ বড়, সামাজিক নয় এই শহরের রাখাল।





২২। শক্তি চট্টোপাধ্যায় - যেতে পারি কিন্তু কেন যাব, প্রভু নষ্ট হয়ে যাই, মানুষ বড়ো কাঁদছে, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান।





২৩। সুনীল গঙ্গোপাধ্যায় - হঠাৎ নীরার জন্য, অন্য দেশের কবিতা, বন্দী আছে, রাত্রির দেভু, সেই সময়, প্রথম আলো পশ্চিম, শেষ দেখা হয় নাই। সম্পাদিত পত্রিকা কৃত্তিবাস। 





২৪। জয় গোস্বামী -ঘুমিয়েছে ঝাউপাতা,জগৎ বাড়ি,তার পোশাক,তোমার সঙ্গে,বিষাদ(কাব্য)যারা বৃষ্টিতে ভিজেছিল (কাব্যেন্যাস) 





২৫। তসলিমা নাসরিন - জলপদ্য, নির্বাচিত কবিতা, কিছুক্ষণ থাকো (কাব্য)।





২৬। বিনায়ক বন্দ্যোপাধ্যায় - ছেড়েছি সব অসম্ভবের আশা, তুমিই প্রাণ, দাঁড়াচ্ছি দর বাইরে। 





২৭। শ্রীজাত - অকাল বৈশাখী, উড়ন্ত সব জোকার। 





২৮। পূর্ণেন্দু পত্রী - কথোপকথন, এক মুঠো রোদ, তুমি এলে সূর্যোদয় হয়, শব্দের বিছানা।





২৯। রাজা রামমোহন রায় - বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, গৌড়ীয় ব্যাকরণ (গ্রন্থ)  





৩০। প্যারীচাঁদ মিত্র - রামারঞ্জিকা, যৎকিঞ্চিৎ আলালের ঘরের দুলাল।





৩১। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর - বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস বর্ণপরিচয়, আখ্যান মঞ্জরী।





৩২। দীনবন্ধু মিত্র - নীলদর্পণ, সধবার একাদশী, কমলে কামিনী (নাটক)।





৩৩। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় - সৎকার, বাল্যবিবাহ, কাঠমালা, দামিনী, মাধবীলতা, পালামে (ভ্রমণ)।





৩৪। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় - বঙ্গদর্শন (পত্রিকা, সম্পাদক), দুর্গেশনন্দিনী, কপালকুণ্ডলা, রাজসিংহ, বিষবৃক্ষ, লোকরহস্য, বিবিধ প্রবন্ধ 





৩৫। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় - কঙ্কাবতী, পাপের পরিণাম, ফোকলা দিগম্বর, মুক্তামালা, পূজার ভূত।





৩৬। হরপ্রসাদ শাস্ত্রী - ভারত মহিলা (প্রবন্ধ), মেঘদূত ব্যাখ্যা, বাল্মীকির জয়। কাঞ্চনমালা। 





৩৭। রবীন্দ্রনাথ ঠাকুর - গল্পগুচ্ছ, তিন সঙ্গী, সে, গোড়ায় গলদ, বিসর্জন, ডাকঘর, চিত্রাঙ্গদা, মুক্তধারা, চণ্ডালিকা, চোখের বালি, নৌকাডুবি। যোগাযোগ, বিচিত্র প্রবন্ধ, প্রাচীন সাহিত্য, কালান্তর।





৩৮। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী - ছোটোদের রামায়ণ, ছোটোদের মহাভারত, টুনটুনির বথ গুপী গাইন ও বাঘা বাইন।





৩৯। রামেন্দ্রসুন্দর ত্রিবেদী - মহাশক্তি, জিরাসা, মায়াপুরী, চরিতক, বিচিত্র জগৎ, জগৎ কথা।





৪০। অবনীন্দ্রনাথ ঠাকুর - খাজাঞ্চির খাতা, কীরের পতল, বুড়ো আংলা, রাজকাহিনি, নালক।





কবি সাহিত্যিক ও তাঁদের রচনা সংক্রান্ত PDF





৪১। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় - গৃহদাহ,পথের দাবী,শ্রীকান্ত, পল্লীসমাজ, পরিণীতা, দেবদাস, পণ্ডিতমশাই, মেজদিদি, বিন্দুর ছেলে। 





৪২। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় - পথের পাঁচালি,অপরাজিতা, আরণ্যক, ইছামতী, আদর্শ হিন্দু হোটেল, চাঁদের পাহাড়, মেঘমল্লার, মৌরিফুল।





৪৩। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় - গণদেবতা,কালিন্দী,পর্ণগ্রাম,হাঁসুলি বাঁকের উপকথা, আরোগ্য নিকেতন, ধাত্রী দেবতা, জলসাদর, বেদেনী।





৪৪। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় - তুঙ্গভদ্রার তীরে, চিড়িয়াখানা, চোরাবালি, ঝিন্দের বন্দী, ব্যোমকেশ সমগ্র।





৪৫। (বনফুল) বলাইচাঁদ মুখোপাধ্যায় - শ্রীমধুসূদন, কাঞি, বিদ্যাসাগর (নাটক), বৈতারিণী তীরে (গল্প)।





৪৬। (জরাসন্ধ) চারুচন্দ্র চক্রবর্তী - লৌহকপাট, পরশমণি।





৪৭। শিবরাম চক্রবর্তী - বাড়ি থেকে পালিয়ে, ঈশ্বর পৃথিবী ভালোবাসা, লাভের বেলায় ঘণ্টা।





৪৮। সৈয়দ মুজতবা আলি - দেশে-বিদেশে, পঞ্চতন্ত্র, চাচাকাহিনী।





৪৯। বুদ্ধদেব বসু - কালসন্ধ্যা, প্রথম পাঠ, তিথিডোর, শাড়ি, কালের পুতুল।





৫০। লীলা মজুমদার-পদি পিসির বর্মিবাক্স, হলদে পাখির পালক, বদ্যিনাথের বাড়ি। সম্পাদিত পত্রিকা-সন্দেশ।





কবি সাহিত্যিক ও তাঁদের রচনা সংক্রান্ত PDF





৫১। মানিক বন্দ্যোপাধ্যায় - পুতুল নাচের ইতিকথা, পদ্মানদীর মাঝি, দিবারাত্রির কাব্য। সরীসৃপ, জননী (উপন্যাস)। সম্পাদিত পত্রিকা-নবকল্লোল।





৫২। গজেন্দ্রকুমার মিত্র - পাঞ্চজন্য, পৌষ-ফাগুনের পালা, উপকণ্ঠে। সম্পাদিত পত্রিকা—কথাসাহিত্য।





৫৩। আশাপূর্ণা দেবী - প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুলকথা, নিমিত্তমাত্র।





৫৪। বিমল মিত্র - কড়ি দিয়ে কিনলাম, সাহেব বিবি গোলাম, একক দশক শতক (উপন্যাস)।





৫৫। শম্ভু মিত্র - চাঁদ বণিকের পালা, ঘূর্ণি (নাটক)।





৫৬। সত্যজিৎ রায় - প্রফেসর শঙ্কু, সোনার কেল্লা, গ্যাংটকে গণ্ডগোল, বাদশাহী আংটি, ফটিকচাঁদ সম্পাদিত পত্রিকা-সন্দেশ।





৫৭। বিমল কর - অসময়, যদু বংশ, বালিকা বধু (উপন্যাস)।





৫৮। (কালকূট) সমরেশ বসু - উওরঙ্গ, বিবর, বিটি রোডের ধারে, মহাকালের রথের ঘোড়া, দেখি নাই ফিরে, পৃথা, সন্ধানে, ধ্যান জ্ঞান প্রেম,অমৃত বিষের পাত্রে।  





৫৯। নারায়ণ সান্যাল - অবিস্মরণীয়া, রূপমঞ্জরী, দগুক, শবরী, মনামী,স্বরূপিনী।





৬০। মহাশ্বেতা দেবী - হাজার চুরাশির মা, নটী, যমুনা তীর, আঁধারনামাণিক, অরণ্যের অধিকার।





কবি সাহিত্যিক ও তাঁদের রচনা সংক্রান্ত PDF





৬১। উৎপল দত্ত - ছায়ানট, ফেরারী ফৌজ, রাইফেল (নাটক)। 





৬২। নিমাই ভট্টাচার্য - মেমসাহেব, রাঙাবৌদি, নন্দিনী, পুতুলদি, বন্দিনী, কয়েদি





৬৩। মতি নন্দী - কোনি, বেহুলার ভেলা, গোলাপ বাগান, বনানীদের  বাড়ি সাদা খাম। 





৬৪। অতীন বন্দ্যোপাধ্যায় - ঝিনুকের নৌকা, দুই ভারতবর্ষ, উত্তাপ, নীলকন্ঠ পাখির খোঁজে।





৬৬। (নীললোহিত) সুনীল গঙ্গোপাধ্যায় - প্রথম আলো, সেই সময়, অর্ধেক জীবন, বন্দী জেগে আছে।সম্পাদিত পত্রিকা কৃত্তিবাস।





৬৭। সৈয়দ মুজতবা সিরাজ - অলীক মানুষ, সোনার ঠাকুর।





৬৮। শীর্ষেন্দু মুখোপাধ্যায় - মানবজমিন, ফেরিঘাট, গুহামানব, পার্থিব, দূরবীন।





৬৯। সঞ্জীব চট্টোপাধ্যায় -  চিড়িয়াখানা, শাখা-প্রশাখা, শঙ্খচিল, শ্রীশ্রীরামকৃষ্ণ চরণ কমলে, ললাটাকম্বল, শঠে শাঠ্যাং।





৭০। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় - ভাঙা দেউলের ইতিকথা, পাণ্ডব গোয়েন্দা, রাজস্থান ভ্রমণ।





কবি সাহিত্যিক ও তাঁদের রচনা সংক্রান্ত PDF





৭১। সমরেশ মজুমদার - দৌড়, উত্তরাধিকার, কালপুরুষ, সিংহবাহিনী।





৭২। সুচিত্রা ভট্টাচার্য - কাছের মানুষ, জলছবি, পরবাস। 





৭৩। হর্ষ দত্ত - আছে অন্তরে, প্রবাল রঙের আলো, স্মৃতিচিহ্ন, সবুজ প্রতিমা। 





৭৪। সুকান্ত গঙ্গোপাধ্যায় - এবং মায়াভূমি, পিতৃপক্ষ, প্রত্নকন্যা। 







আরও ডাউনলোড করোঃ-বাংলা সাহিত্যের প্রশ্ন উত্তর PDF-2021



সম্পূর্ণ PDF টি ডাউনলোড করো 


File Nameকবি সাহিত্যিক ও তাঁদের রচনা সংক্রান্ত PDF
File FormatPDF
Size of File620KB
Quality of FileHIGH
Click On Download ButtonDownload
কবি সাহিত্যিক ও তাঁদের রচনা সংক্রান্ত PDF





>>আমাদের সঙ্গে যুক্ত হন<<









1. রবীন্দ্রনাথের একটি রচনার নাম লেখ।

উঃ- সোনার তরী।

2. 'অগ্নিবীনা' কার লেখা?

উঃ- কাজী নজরুল ইসলাম।

3. জীবনানন্দের একটি বিখ্যাত সৃষ্টির নাম কী?

উঃ- রূপসী বাংলা।

4. ছাড়পত্র এর কবির নাম কী?

উঃ- সুকান্ত ভট্টাচার্য।

5. 'The Capital Lady' এর স্রষ্টার নাম কী?

উঃ- মাইকেল মধুসূদন দত্ত।