[PDF]Bengali Literature Question-Answer-2021|বাংলা সাহিত্যের প্রশ্ন উত্তর PDF-2021
[PDF]Bengali Literature Question Answer-2021|বাংলা সাহিত্যের প্রশ্ন উত্তরPDF-2021
আজকের এই পোস্টে কিছু Bengali Literature Question-Answer বাংলা সাহিত্যের প্রশ্ন উত্তর PDF-2021 তোমাদের সাথে Share করছি। ১০০ টির বেশি এই প্রশ্নোত্তরের পিডিএফ টি তোমাদের খুবই কাজে আসবে। Competitive Exam এর জন্য আজকের এই Best পোস্ট টি খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ পোস্টটি পড়ার পর নীচে DOWNLOAD অপশন এর উপর ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো।
Bengali Literature Question-Answer-2021|বাংলা সাহিত্যের প্রশ্ন উত্তর PDF-2021
১.টেনিদা’ কোন লেখকের সৃষ্ট চরিত্র ?
(ক) শিবরাম চক্রবর্তী
(খ) শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
(গ) নারায়ণ গঙ্গোপাধ্যায়
(ঘ) বলাইচাঁদ মুখোপাধ্যায়
২.প্রেমেন্দ্র মিত্রের সৃষ্ট চরিত্রটি হল-
ক) ঘনাদা
(গ) টেনিদা
(খ) পিণ্ডিদা
(ঘ) ঋজুদা
৩.গোয়েন্দা চরিত্র ‘পরাশর বর্মা' কার সৃষ্ট চরিত্র ?
(ক) বুদ্ধদেব বসু
(খ) বুদ্ধদেব গুহ
(গ) প্রেমেন্দ্র মিত্র
(ঘ) লীলা মজুমদার
৪। সত্যজিৎ রায়ের সৃষ্টি করা গােয়েন্দা চরিত্র ‘ফেলুদা’র নাম কী ছিল?
(ক) ঘনশ্যাম দাস।
(খ) প্রদোষচন্দ্র মিত্র
(গ) রাজা রায়চৌধুরি
(ঘ) কিরীটি রায়
৫। কাকাবাবু ও সন্তু—অমর চরিত্র দুটির সৃষ্টিকর্তাহলেন
(ক) সত্যজিৎ রায়
(খ) শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
(গ) সৈয়দ মুস্তাফা সিরাজ
(ঘ) সুনীল গঙ্গোপাধ্যায়
৬। প্রখ্যাত কোন লেখকের শিশু গোয়েন্দা চরিত্র‘গোগোল ?
(ক) সমরেশ মজুমদার
(খ) শীর্ষেন্দু মুখোপাধ্যায়
(গ) সমরেশ বসু (ঘ) সঞ্জীব চট্টোপাধ্যায়
৭।সত্যান্বেষী ব্যোমকেশ বক্সির সহকারী কে ছিলেন ?
(ক) অজিত
(খ) তোপশে
(গ) বিমল
(ঘ) হাবুল
৮।গোয়েন্দা চরিত্র অর্জুন সৃষ্টি করেন-
(ক) বিমল মিত্র
(খ) বিমল কর
(গ) সমরেশ মজুমদার
(ঘ) সুচিত্রা ভট্টাচার্য
৯।ভ্রমণ পিপাসু ‘ঋজুদা চরিত্রটি রচনা করেন
(ক) বুদ্ধদেব গুহ
(খ) বুদ্ধদেব বসু
(গ) শক্তিপদ রাজগুরু
(ঘ) অদ্বৈত মল্লবর্মন
১০।কিশোর গোয়েন্দা কাহিনি ‘পাণ্ডব গোয়েন্দার লেখক হলেন
(ক) সুনীল গঙ্গোপাধ্যায়
(খ) বলাইচাঁদ মুখোপাধ্যায়
(গ) মতি নন্দী
(ঘ) ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
১১। সত্যজিৎ রায়ের সৃষ্টি করা একমাত্র কল্পবিজ্ঞান চরিত্রটি হল
(ক) ঘনাদা
(খ) প্রফেসর শঙ্কু
(গ) মামাবাবু
(ঘ) কর্ণেল
১২। কর্ণেল’ চরিত্রটি রচনা করেন
(ক) নীহাররঞ্জন গুপ্ত
(খ) বিমল কর
(গ) বাণী বসু
(ঘ) সৈয়দ মুস্তাফা সিরাজ
১৩। গোয়েন্দা ‘কিরীটি রায়ের সৃষ্টিকর্তা হলেন
(ক) গৌরকিশোর ঘোষ
(খ) নবারুণ ভট্টাচার্য
(গ) বিমল কর
(ঘ)-নীহাররঞ্জন গুপ্ত
১৪। বিমল কর যে গোয়েন্দা চরিত্রটি সৃষ্টি করেন
(ক) কিকিরা
(খ) মামাবাবু
(গ) পিণ্ডিদা।
(ঘ) কর্ণেল নীলাদ্রি
১৫। মজার চরিত্র দুই মামার লেখক হলেন—
(ক) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) সঞ্জীব চট্টোপাধ্যায়
(গ) গজেন্দ্রকুমার মিত্র
(ঘ) শীর্ষেন্দু মুখোপাধ্যায়
১৬। গৌরকিশোর ঘোষ নীচের কোন চরিত্রটি তৈরি করেন?
(ক) ঘনাদা
(খ) টেনিদা
(গ) ব্রজদা
(ঘ) পিন্ডিদা
১৭। শিশু চরিত্র ‘রাণু কোন্ লেখক রচনা করেন ?
(ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
(গ) বিভূতিভূষণ মুখোপাধ্যায়
(ঘ) শিবরাম চক্রবর্তী
১৮। “পদিপিসির বর্মি বাক্স’-এর-লেখক হলেন
(ক) মতি নন্দী
(খ) বাণী বসু
(গ) প্রতিভা বসু
(ঘ) লীলা মজুমদার
১৯। বর্ণময় চরিত্র ‘শ্রীকান্ত সৃষ্টি করেন
(ক) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
(গ) শঙ্কু মহারাজ
(ঘ) শরচ্চন্দ্র চট্টোপাধ্যায়
২০।হাসুলি বাঁকের উপকথা’ কোন লেখা উপন্যাস ?
(ক) বলাইচাঁদ মুখাোপাধ্যায়
(খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
(গ) নরেন্দ্রনাথ মিত্র
(ঘ) সুবোধ ঘোষ
বাংলা সাহিত্যের প্রশ্ন উত্তর PDF-2021
২১। হর্ষবর্ধন ও গোবর্ধন’ চরিত্র দুটি তৈরি করেন
(ক) শীর্ষেন্দু মুখোপাধ্যায়
(খ) আশাপূর্ণা দেবী
(গ) শিবরাম চক্রবর্তী
(ঘ) নারায়ণ গঙ্গোপাধ্যায়
২২। জয়ন্ত ও মানিক চরিত্র দুটিকে কেন্দ্র করে ‘আবার যখের ধন’-এর লেখক হলেন
(ক) বিজন ভট্টাচার্য
(খ) দিব্যেন্দু পাতিল
(গ) সুকান্ত গঙ্গোপাধ্যায়
(ঘ) হেমেন্দ্রকুমার রায়
২৩। কিশোর চরিত্র ‘পাগলা দাশু কে রচনা করেন?
(ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরি
(খ) সুকুমার রায়
(গ) নারায়ণ গঙ্গোপাধ্যায়
(ঘ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
২৪। উলঙ্গ রাজা' কবিতাটি কে রচনা করেন?
(ক) বিষ্ণু দে
(খ) সুবোধ সরকার
গ) নীরেন্দ্রনাথ চক্রবর্তী
(ঘ) সুনীল গঙ্গোপাধ্যায়
২৫। বিষ্ণু দে লিখিত একটি কবিতার নাম লেখ?
(ক) আগামী
(খ) রূপসী বাংলা
(গ) স্মৃতি সত্তা ভবিষ্যৎ
(ঘ) ঘুম নেই
২৬।চৈ চৈ চৈ’-এর কবি হলেন
(ক) সুভাষ মুখোপাধ্যায়
(খ) অন্নদাশঙ্কর রায়
(গ) দ্বিজেন্দ্রলাল রায়
(ঘ) নীরেন্দ্রনাথ চক্রবর্তী
২৭। ‘ছাড়পত্র কবিতাটি কোন কবির রচনা ?
(ক) শ্রীজাত
(খ) সুবোধ সরকার
(গ) সুকান্ত ভট্টাচার্য
(ঘ) মন্দাক্রান্তা সেন
২৮। “যারা বৃষ্টিতে ভিজেছিল কোন কবির কবিতা ?
(ক) জয় গোস্বামী
খ) মল্লিকা সেনগুপ্ত
(গ) সুনীল গঙ্গোপাধ্যায়
(ঘ) সুবোধ সরকার
২৯। কোন কবিতাটি জীবনানন্দ দাশের অমর সৃষ্টি?
(ক) নীরা
(খ) বনলতা সেন
(গ) পদাতিক
(ঘ) চোরাবালি
৩০। বিন্দুর ছেলে কোন লেখকের উপন্যাস ?
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) নারায়ণ সান্যাল
৩১।‘প্রতিদ্বন্দ্বী' উপন্যাসের লেখক কে?
(ক) সুবোধ ঘোষ
(খ) অদ্বৈত মল্লবর্মন
(গ) শক্তিপদ রাজগুরু
(ঘ) সুনীল গঙ্গোপাধ্যায়
৩২। একক দশক শতক উপন্যাসের রচয়িতা হলেন
(ক) বিমল মিত্র
খ) বিমল কর
(গ) শংকর
(ঘ) সতীনাথ ভাদুড়ি
৩৩। নিম্নের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গীতিনাট্য ?
(ক) শ্যামা
(খ) যোগাযোগ
(গ) বাল্মীকি প্রতিভা
(ঘ) শাপমোচন
৩৪। রাজর্ষি উপন্যাসের লেখক হলেন
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) প্রভাতকুমার মুখোপাধ্যায়
বাংলা সাহিত্যের প্রশ্ন উত্তর PDF-2021
৩৫।কৃষ্ণকান্তের উইল’ কোন্ লেখকের উপন্যাস ?
(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর
(খ) অক্ষয়কুমার দত্ত
(গ) শরৎ পণ্ডিত
(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৩৬। নীচের কোন উপন্যাসটি মধুসূদন দত্ত’র লিখিত।
(ক) বিষবৃক্ষ
(খ) চার অধ্যায়
(গ) একেই কি বলে সভ্যতা
(ঘ) গোরা
৩৭।'পল্লীসমাজ' উপন্যাসটি লিখেছেন
(ক) সতীনাথ ভাদুড়ি
(খ) প্রেমেন্দ্র মিত্র
(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়
৩৮। ছোটোগল্প ‘রসময়ীর রসিকতা'র লেখক হলেন
(ক) বিমল মিত্র
(খ) নারায়ণ সান্যাল
(গ) সমরেশ বসু
(ঘ) প্রভাতকুমার মুখোপাধ্যায়
৩৯। নীচের কোন উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা নয়?
(ক) চরিত্রহীন
খ) কৃষ্ণকুমারী
(গ) গৃহদাহ
(ঘ) মেজদিদি
৪০। নীচের কোন উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখেননি ?
(ক) শেষ প্রশ্ন
(খ) আনন্দমঠ
(গ) কপালকুণ্ডলা
(ঘ) দেবী চৌধুরাণী
বাংলা সাহিত্যের প্রশ্ন উত্তর PDF-2021
৪১। নীচের কোন উপন্যাসটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা?
(ক) বৌ ঠাকুরাণীর হাট
(খ) পদ্মাবতী
(গ) ইছামতী
(ঘ) শ্রীকান্ত
৪২। ধাত্রীদেবতা', ‘গণদেবতা’, ‘আরোগ্য নিকেতন এই উপন্যাসগুলির লেখক হলেন
(ক) রাজশেখর বসু
(খ) নরেন্দ্রনাথ মিত্র
(গ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
(ঘ) শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
৪৩। নীচের কোন উপন্যাসটি সতীনাথ ভাদুড়ির লেখা ?
ক) টোড়াই চরিত মানস
(খ) গাবেগম
(গ) দুই পুরুষ
(ঘ) রাইকমল
৪৪। 'চতুষ্কোণ' উপন্যাসের লেখক হলেন
(ক) প্রভাতকুমার মুখোপাধ্যায়
(খ) গজেন্দ্রকুমার মিত্র
(গ) মানিক বন্দ্যোপাধ্যায়
(ঘ) আশুতোষ মুখোপাধ্যায়
৪৫। সুবর্ণলতা’, ‘প্রথম প্রতিশ্রুতি’, ‘বকুল , উপন্যাসগুলি লিখেছেন
(ক) সুচিত্রা ভট্টাচার্য
(খ) মহাশ্বেতা দেবী
(গ) আশাপূর্ণা দেবী
(ঘ) বাণী বসু
৪৬) 'ন হন্যতে' উপন্যাসটি কার লেখা?
(ক) মৈত্রেয়ী দেবী
(খ) সমরেশ বসু
(গ) শক্তিপদ রাজগুরু
(ঘ) দিব্যেন্দু পালিত
৪৭। কোন লেখকের বিখ্যাত উপন্যাস ‘চৌরঙ্গি' ?
(ক) শীর্ষেন্দু মুখোপাধ্যায়
(খ) সঞ্জীব চট্টোপাধ্যায়।
(গ) শংকর
(ঘ) মতি নন্দী
বাংলা সাহিত্যের প্রশ্ন উত্তর PDF-2021
৪৮। সেই সময়’, ‘পূর্ব-পশ্চিম’, ‘প্রথম আলো’, ‘মনের মানুষ’—এই বিখ্যাত উপন্যাসগুলির লেখক হলেন
(ক) বিমল কর
(খ) সুচিত্রা ভট্টাচার্য
(গ) সমরেশ বসু
(ঘ) সুনীল গঙ্গোপাধ্যায়
৪৯। নীচের কোন্ বিখ্যাত উপন্যাসগুলি বিমল মিত্রের লিখিত ?
(ক) চাঁদের পাহাড়, ইছামতী
(খ) দুই পুরুষ, গন্নাবেগম
(গ) সাহেব বিবি গোলাম, কড়ি দিয়ে কিনলাম
(ঘ) চরিত্রহীন, শেষ প্রশ্ন
৫০। শ্বেত পাথরের থালা' উপন্যাসটি লিখেছেন
(ক) প্রমথনাথ বিশী
(খ) নবারুণ ভট্টাচার্য
(গ) বাণী বসু
(ঘ) সুকান্ত গঙ্গোপাধ্যায়
৫১। হারবার্ট উপন্যাসের লেখক হলেন
(ক) নবারুণ ভট্টাচার্য
(খ) বিজন ভট্টাচার্য
(গ) সমরেশ মজুমদার
(ঘ) মনোজ বসু
বাংলা সাহিত্যের প্রশ্ন উত্তর PDF-2021
৫২। সর্বহারা’, ‘মরুভাস্কর’, ‘শেষ সত্তগাত’, ‘বিষের বাশি কাব্যগ্রন্থগুলির লেখক হলেন
(ক) সত্যেন্দ্রনাথ দত্ত
(খ) দ্বিজেন্দ্রলাল রায়
(গ) নজরুল ইসলাম
(ঘ) শামসুর রহমান
৫৩। চুল তার কবে কার, অন্ধকার বিদিশার নিশা’ কোন্ বিখ্যাত কবিতার লাইন?
(ক) আগামী
(খ) বনলতা সেন
(গ) মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে
(ঘ) রূপসী বাংলা
৫৪।‘সীতার বনবাস’, ‘ভ্রান্তিবিলাস'-এর লেখক হলেন
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) অবনীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) প্রভাতকুমার মুখোপাধ্যায়
৫৫। “ঝিন্দের বন্দী’ উপন্যাসটি লিখেছেন
(ক) মানিক বন্দ্যোপাধ্যায়
(খ) শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
(গ) শংকর
(ঘ) সমরেশ মজুমদার
৫৬। 'পাগলি তোমার সঙ্গে কোন কবির কাব্যগ্রন্থ?
(ক) বিষ্ণু দে
(খ) সুনীল গঙ্গোপাধ্যায়
(গ) জয় গোস্বামী।
(ঘ) জীবনানন্দ দাশ
৫৭। তেলের শিশি ভাঙলো বলে থোকার পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা, ভারত ভেঙে ভাগ করে কোন লেখকের কবিতার অংশ ?
(ক) নীরেন্দ্রনাথ চক্রবর্তী
(খ) অন্নদাশঙ্কর রায়
(গ) সুকুমার রায়
(ঘ) শক্তি চট্টোপাধ্যায়
৫৮। অবাক জলপান' কোন লেখকের লিখিত নাটক ?
(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর
(খ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরি
(গ) বিভূতিভূষণ মুখোপাধ্যায়
(ঘ) সুকুমার রায়
৫৯। দুর্গম গিরি কান্তার মরু, দুস্তর পারাবার’-নজরুল ইসলামের কোন কবিতার অংশ ?
(ক) কাণ্ডারি হুঁশিয়ার
(খ) পথের দিশা
(গ) সর্বহারা
(ঘ) বিষের বাঁশি
৬০। কলকাতার যীশু কোন্ কবির কাব্যগ্রন্থ ?
(ক) শক্তি চট্টোপাধ্যায়
(খ) নীরেন্দ্রনাথ চক্রবর্তী
(গ) জসীমউদ্দীন ।
(ঘ) সুকান্ত ভট্টাচার্য
বাংলা সাহিত্যের প্রশ্ন উত্তর PDF-2021
৬১। “তিথিডোর' উপন্যাসটির লেখক কে?
(ক) বুদ্ধদেব গুহ
(খ) সঞ্জীব চট্টোপাধ্যায়
(গ) বুদ্ধদেব বসু
(ঘ) শংকর
৬২। 'গডলিকা' কোন লেখকের লিখিত রম্যরচনা ?
(ক) রাজশেখর বসু
(খ) বলাইচাঁদ মুখোপাধ্যায়
(গ) নারায়ণ গঙ্গোপাধ্যায়
(ঘ) নারায়ণ সান্যাল
৬৩। নিম্নের কোন উপন্যাসটি মহাশ্বেতা দেবীর রচনা ?
(ক) জননী
(খ) অহিংসা
(গ) আজ কাল পরশুর গল্প
(ঘ) হাজার চুরাশির মা
৬৪। নীচের কোন লেখাটি অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয় ?
(ক) বুড়ো আংলা
(খ) ক্ষীরের পুতুল
(গ) আবোল-তাবোল
(ঘ) আলাোর ফুলকি
৬৫। নীচের কোন কাব্যগ্রন্থটি জীবনানন্দ দাশ লেখেননি?
(ক) ধূসর পাণ্ডুলিপি
(খ) রূপসী বাংলা
(গ) সাতটি তারার তিমির
(ঘ) দ্বিতীয় মৃত্যুর আগে
বাংলা সাহিত্যের প্রশ্ন উত্তর PDF-2021
৬৬। যত দূরে যাই’ কাব্যগ্রন্থটি কোন্ কবির লেখা
(ক) সুভাষ মুখোপাধ্যায়
(খ) সত্যেন্দ্রনাথ দত্ত
(গ) সত্যেন্দ্রনাথ বসু
(ঘ) শঙ্খ ঘোষ
৬৭।দেশে বিদেশে’, ‘ময়ূরকণ্ঠী', 'জলে ডাঙায় ‘ধূপছায়া-গ্রন্থগুলি্র লেখক ?
(ক) শামসুর রাহমান
(খ) সৈাদ মুজতবা আলি
(গ) সৈয়দ মুজতবা সিরাজ।
(ঘ) মুহম্মদ শহিদুল্লাহ
৬৮। কোন্ লেখক রচনা করেন ‘বৈকুণ্ঠের উইল' ?
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) রাজশেখর বসু
(ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়
৬৯। নীচের কোন্ কাব্যগ্রন্থগুলি জসীমউদ্দীনের লেখা নয় ?
(ক) নকশি কাঁথার মাঠ, বালুচর
(খ) সোজন বাদিয়ার ঘাট, রাখালী
(গ) রঙিলা নামের মাঝি, সুচয়না
(ঘ) ঝরা পালক, সাতটি তারার তিমির
বাংলা সাহিত্যের প্রশ্ন উত্তর PDF-2021
৭০। খুঁজতে খুঁজতে এত দূরে' কাব্যগ্রন্থের জন্য কোন কবি ১৯৮৭ সালে সাহিত্য আকাদেমি পুরস্কার পান?
(ক) শঙ্খ ঘোষ
(খ) বিষ্ণু দে
(গ) অরুণ মিত্র
(ঘ) নীরেন্দ্রনাথ চক্রবর্তী
৭১। দোলনচাঁপা’, ‘ছায়ানট’, ‘সিন্ধু-হিন্দোল’ প্রভৃতি কাব্যগ্রন্থগুলি কোন্ কবির রচনা ?
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) কালিদাস রায়
(গ) জসীমউদ্দীন
(ঘ) শামসুর রাহমান
৭২। দৃষ্টিপ্রদীপ', ‘বিপিনের সংসার’, ‘অশনি সংকেত গ্রন্থগুলি কোন্ সাহিত্যিক রচনা করেন ?
(ক) রমাপদ চৌধুরি ।
(খ) সমরেশ বসু
(গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
(ঘ) বিমল কর
৭৩। কাব্য গ্রন্থ 'দ্রৌপদীর শাড়ি' ও উপন্যাস ‘রাত ভোর বৃষ্টি' কোন লেখকের লেখা ?
ক) মনোজ বসু
(খ) বুদ্ধদেব বসু
(গ) সমরেশ বসু
(ঘ) প্রতিভা বসু
৭৪। মাধুকরী', 'কোয়েলের কাছে’, ‘হলুদ বসন্ত' প্রভৃতি উপন্যাসগুলির লেখক হলেন
(ক) রমাপদ চৌধুরি
(খ) সতীনাথ ভাদুড়ি
(গ) বুদ্ধদেব গুহ
(ঘ) সুবোধ ঘোষ
বাংলা সাহিত্যের প্রশ্ন উত্তর PDF-2021
৭৫। তিলোত্তমাসম্ভব কাব্য’, ‘ব্রজাঙ্গনা’, ‘বীরাঙ্গনা' কাব্যগ্রন্থগুলির লেখক হলেন
(ক) মধুসূদন দত্ত
(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(গ) মুকুন্দ চক্রবর্তী
(ঘ) কালিদাস রায়
৭৬। নীচের কোন গ্রন্থগুলি রচনা করেন মহাশ্বেতা দেবী ?
(ক) রুদালি, অরণ্যের অধিকার
(খ) মনপবন, মেঘ বৃষ্টি ঝড়
(গ) সাড়া, তপস্বী ও তরঙ্গিনী
(ঘ) জীবন যে রকম, অর্জুন
৭৭। পুতুল নাচের ইতিকথা’, ‘সোনার চেয়ে দামী', ‘হলুদপোড়া’ গ্রন্থগুলির লেখক হলেন
(ক) সুনীল গঙ্গোপাধ্যায়।
(খ) বুদ্ধদেব গুহ,
(গ) শক্তিপদ রাজগুরু
(ঘ) মানিক বন্দোপাধ্যায়
৭৮। মরীচিকা’, ‘ত্রিমা’, ‘মবুশিখা প্রভৃতি বইগুলির লেখক কে?
(ক) নবনীতা দেবসেন
(খ) আশাপূর্ণা দেবী
(গ) সমরেশ বসু
(ঘ) যতীন্দ্রনাথ সেনগুপ্ত
৭৯। 'বিবর', প্রজাপতি প্রাথগুলির লেখক হলেন
(ক) তারাশঙ্কর বন্দোপাধ্যায়
(খ) সমরেশ বসু
(গ) সমরেশ মজুমদার
(ঘ) নরেন্দ্রনাথ মিত্র
৮০। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ‘দেনাপাওনা” উপন্যাসটির অবলম্বনে কোন নাটকের নাট্যরূপ দেন ?
(ক) বিজয়া
(খ) রমা
(গ) ষোড়শী
(ঘ) দত্তা
বাংলা সাহিত্যের প্রশ্ন উত্তর PDF-2021
৮১। অক্টোপাস’, ‘নিয়ত মন্তাজ’, ‘অদ্ভুত আঁধার এক প্রভৃতি উল্লেখযোগ্য উপন্যাসগুলি কোন্ লেখকের রচনা ?
(ক) শামসুর রাহমান
(খ) সৈয়দ মুজতবা আলি
(গ) সৈয়দ মুজতবা সিরাজ
(ঘ) জসীমউদ্দীন
৮২। নীচের কোন কাব্যগ্রন্থগুলি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা নয় ?
(ক) সবিতা, বেণু ও বীণা
(খ) হোমশিখা, তীর্থ সলিল
(গ) কুহু ও কেকা, হসন্তিকা
(ঘ) বিধ্বস্ত নীলিমা, ধ্বংসের কিনারে বসে
৮৩।পাঞ্চজন্য কার লেখা?
(ক) জীবনানন্দ দাশ
(খ) সৈয়দ মুজতবা আলি
(গ) গজেন্দ্রকুমার মিত্র
(ঘ) নৃসিংহ প্রসাদ ভাদুড়ি
৮৪। 'কাঞ্চনমালা’ ও ‘ৰেনের মেয়ে' উপন্যাস কোন্ লেখকের রচনা ?
(ক) হরপ্রসাদ শাস্ত্রী
(খ) মনোজ বসু
(গ) গজেন্দ্রকুমার মিত্র
(ঘ) বিভূতিভূষণ মুখোপাধ্যায়
৮৫। নীচের কোন উপন্যাসের জন্য শীর্ষেন্দু মুখোপাধ্যায় সাহিত্য আকাদেমি পুরস্কার পান ?
(ক) শাম্ব
(খ) পদ্মানদীর মাঝি
(গ) মানবজমিন
(ঘ) নগর পারের রূপনগর
বাংলা সাহিত্যের প্রশ্ন উত্তর PDF-2021
৮৬। 'জলসাঘর’ গল্পটি কোন লেখকের রচনা ?
(ক) ঋত্বিক কুমার ঘটক
(খ) সুবোধ ঘোষ
(গ) মানিক বন্দ্যোপাধ্যায়
(ঘ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
৮৭। অতসীমামী ছোটো গল্পটি কোন লেখকের ?
(ক) সমরেশ বসু
(খ) নিমাই ভট্টাচার্য
(গ) মানিক বন্দ্যোপাধ্যায়।
(ঘ) বলাইচাঁদ মুখোপাধ্যায়
৮৮।‘পুইমাচা' কোন লেখকের ছোটো গল্প ?
(ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
(খ) শক্তিপদ রাজগুরু
(গ) শংকর
(ঘ) সুবোধ ঘোষ
৮৯। গরমভাত ও নিছক ভূতের গল্প’ কোন্ লেখকের
রচনা ?
(ক) শীর্ষেন্দু মুখোপাধ্যায়
(খ) সুনীল গঙ্গোপাধ্যায়
(গ) বুদ্ধদেব গুহ
(ঘ) পূর্ণেন্দু পত্রী
বাংলা সাহিত্যের প্রশ্ন উত্তর PDF-2021
৯৬।‘স্বর্গ-মর্ত-পাতাল' উপন্যাসের লেখক হলেন
(ক) শংকর
(খ) নবনীতা দেবসেন
(গ) সুবোধ ঘোষ
(ঘ) নরেন্দ্রনাথ মিত্র
৯৭। তিস্তা পারের বৃত্তান্ত' উপন্যাসটি কোন্ লেখকেররচনা ?
(ক) পূর্ণেন্দু পত্রী
(খ) মতি নন্দী ।
(গ) দেবেশ দাস
(ঘ) বিমল কর
৯৮। যেতে পারি কিন্তু কেন যাব’ কোন লেখকের কাব্যগ্রন্থ ?
(ক) শক্তি চট্টোপাধ্যায়
(খ) প্রেমেন্দ্র মিত্র
(গ) সুনীল গঙ্গোপাধ্যায়
(ঘ) সুভাষ মুখোপাধ্যায়
৯৯। বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থটির রচয়িতা হলেন
(ক) শঙ্খ ঘোষ
(খ) বিষ্ণু দে
(গ) জীবনানন্দ দাশ
(ঘ) নীরেন্দ্রনাথ চক্রবর্তী
১০০। কোন সাহিত্যিক ‘কলকাতার কাছে উপন্যাসের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার পান?
(ক) নরেন্দ্রনাথ মিত্র
(খ) গজেন্দ্র কুমার মিত্র
(গ) নারায়ণ সান্যাল
(ঘ) দিব্যেন্দু পালিত
১০১। ‘তিতাস একটি নদীর নাম' উপন্যাসটির লেখক হলেন
(ক) সমরেশ বসু
(খ) শংকর।
(গ) মতি নন্দী
(ঘ) অদ্বৈত মল্লবর্মন
১০২। পাকদণ্ডী' উপন্যাসটির লেখিকা হলেন
(ক) মৈত্রেয়ী দেবী
(খ) মহাশ্বেতা দেবী
(গ) লীলা মজুমদার
(ঘ) আশাপূর্ণা দেবী
বাংলা সাহিত্যের প্রশ্ন উত্তর PDF-2021
১০৩। হেমন্তের পাখি’, ‘দহন' ও ‘অলীক সুখ উপন্যাসগুলির রচয়িতা হলেন
(ক) বাণী বসু
(খ) মন্দাক্রান্তা সেন
(গ) সুচিত্রা ভট্টাচার্য
(ঘ) প্রতিভা বসু
১০৪। জন অরণ্য, সীমা , কত অজানারে ও সোনার সংসার উপন্যাসের লেখক হলেন
(ক) প্রফুল্ল রায়
(খ) বুদ্ধদেব গুহ
(গ) সমরেশ মজুমদার
(ঘ) শংকর
১০৫। নীচের কোন উপন্যাসটি প্রফুল্ল রায়ের রচনা ?
(ক) মন্দ মেয়ের উপাখ্যান
(খ) কালের পুতুল
(গ) ঢেউ
(ঘ) অন্তর্ধান
১০৬। নীচের কোন উপন্যাসটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের নয় ?
ক) কাগজের বউ
(খ) দূরবীন
(গ) পার্থিব
(ঘ) সব ঝুট হ্যায়।
বাংলা সাহিত্যের প্রশ্ন উত্তর PDF-2021
উত্তর গুলি জানতে নীচে দেওয়া PDF টি ডাউনলোড করো
আরও ডাউনলোড করোঃ-Largest Longest Highest Information in India - ভারতের স্থান
বাংলা সাহিত্যের প্রশ্ন উত্তর PDF-2021
File Name | বাংলা সাহিত্যের প্রশ্ন উত্তর PDF-2021 |
File Format | |
Size of File | 540KB |
Quality of File | HIGH |
Click On Download Button | Download |
>>আমাদের সঙ্গে যুক্ত হন<<
- Educational যে কোনো আপডেট ,সিলেবাস ভিত্তিক বিষয়ের উপড় বিশ্লেষণমূলক ভিডিও এবং নোটস পাওয়ার জন্য অবশ্যই আমাদের Follow করুন।
- আমাদের Website : www.porasonarjagat.com
- Youtube : www.youtube.com/porasonarjagat
- ফেসবুক গ্রুপঃ- www.facebook.com/groups/porasonarjagat
- ফেসবুক পেজঃ- www.facebook.com/porasonarjagat786
- টুইটারঃ- www.twitter.com/PorasonarJagat
বাংলা সাহিত্যের প্রশ্ন উত্তর PDF-2021